ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ৪ দস্যু নিহত

প্রকাশিত: ০৯:৩১, ৩০ মে ২০১৯

 সুন্দরবনে বন্দুকযুদ্ধে  ৪ দস্যু  নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খাল এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু হাসান বাহিনী প্রধানসহ ৪ দস্যু নিহত হয়েছে। মঙ্গলবার গভীররাতে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দস্যুদের ব্যবহৃত ১১টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব। নিহত চার দস্যু হলো হাসান বাহিনীর প্রধান হাসান (৪০), তার সহযোগী মোস্তাঈন (৩৭), মাইনুল (৩৫) এবং হায়দার (৪৪)। এর আগে ৬ মে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের খোন্তা কোদালিয়া খাল এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনী প্রধান পান্না ওরফে রানাসহ তিন দস্যু নিহত হয়। র‌্যাব সদর দফতরের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মোহাম্মদ মুফতি মাহমুদ খান জানান, বরিশাল র‌্যাব ৮-এর সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সুন্দরবনে অভিযান শুরু করে। র‌্যাব সদস্যরা রাত ১২টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খালে পৌঁছালে দস্যুরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। দীর্ঘক্ষণ গোলাগুলির একপর্যায়ে দস্যুরা পিছু হটলে বন তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় চার দস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তখন তাদের উদ্ধার করে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় দস্যুদের ব্যবহৃত ১১টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, পাঁচটি পাইপগান, তিনটি ওয়ান শূটার গান, দু’টি বন্দুক ও একটি এয়ার গান। প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ মে সুন্দরবনের কুখ্যাত জলদস্যু মাস্টার বাহিনী প্রধানসহ ১০ দস্যুর আত্মসমর্পণের মধ্যে দিয়ে দস্যুরা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে। এর ধারাবাহিকতায় ২০১৮ সালের ১ নবেম্বর পর্যন্ত সুন্দরবনের ৩২টি বাহিনী প্রধানসহ ৩২৮ জন দস্যু আত্মসমর্পণ করে।
×