ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঈদযাত্রায় পাটুরিয়া দৌলতদিয়ায় এবার ভোগান্তি পোহাতে হবে না ॥ নৌ-প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৯:২৪, ৩০ মে ২০১৯

 ঈদযাত্রায় পাটুরিয়া দৌলতদিয়ায় এবার ভোগান্তি পোহাতে হবে না ॥  নৌ-প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২৯ মে ॥ আসন্ন ঈদ-উল-ফিতরে পাটুরিয়া- দৌলতদিয়া নৌপথে ঘরমুখো কোন যাত্রীকে ভোগান্তি পোহাতে হবে না। কোন রকম ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে যাত্রীদের পারাপার করা হবে। নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কোন ভোগান্তি ছাড়াই এবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষ ঘরে ফিরতে পারবে। বুধবার দুপুরে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের ঈদ প্রস্তুতি পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। দুপুরে পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং ঈদের সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজখবর নেন প্রতিমন্ত্রী। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পরিদর্শন ও মতবিনিময়কালে পাটুরিয়া ফেরিঘাটে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয়কান্তি বিশ^াস, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর মাহবুব-উল-ইসলাম, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু উপস্থিত ছিলেন। নৌ প্রতিমন্ত্রী বলেন, এবারের ঈদের সামগ্রিক প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে। ঈদযাত্রায় যদি কোন চক্র, গোষ্ঠী বা ব্যক্তি বিনষ্টের চেষ্টা করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। গোয়েন্দা সংস্থারও নজরদারি আছে। তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাটুরিয়া ঘাট দিয়ে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের লক্ষ্যে ৩১টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরমধ্যে পাঁচ শতাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য সর্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
×