ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পোল্ট্রি খাতে এন্টিবায়োটিকের ৩৫ মিশ্রণ নিষিদ্ধ

প্রকাশিত: ০৮:৫০, ৩০ মে ২০১৯

  পোল্ট্রি খাতে এন্টিবায়োটিকের ৩৫ মিশ্রণ  নিষিদ্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পোল্ট্রি খাতে এন্টিবায়োটিকের ব্যবহার কমাতে ৩৫টি মিশ্রণ বাতিল করেছে সরকার। যেগুলো ওষুধ হিসেবে ব্যবহারের পাশাপাশি পোল্ট্রির খাবারেও ব্যবহার করা হতো। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ওলাকুইনডক্সও। প্রাণিসম্পদ অধিদফতর বলছে, এর ফলে মুরগির মাংস শুধু নিরাপদ হবে না কমবে উৎপাদন খরচও। এন্টিবায়োটিক ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধী। এই ওষুধের যথেচ্ছ ব্যবহার বিতর্কিত করছে সস্তা আমিষের উৎস পোল্টি খাতকে। বিভিন্ন গবেষণার তথ্য থেকে জানা যায়, শুধু কোলিস্টিন, ফসফোমাইসিন, সিপ্রোফ্লোক্সাসিন, এজিথ্রোমাইসিন, এমোক্সাসিলিনের ব্যবহারই নয়, ওলাকুইনডক্সের মতো আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এন্টিবায়োটিকও দেদার ব্যবহার হচ্ছে দেশের পোল্ট্রি খাতে। যা মানুষের দেহে এসে কমাচ্ছে রোগপ্রতিরোধ ক্ষমতা। বাংলাদেশ পোল্টিশিল্প সেন্ট্রাল কাউন্সিল বলছে, কিছু অসাধু ব্যবসায়ী দ্রুত মুরগি বড় করতে ছোট ছোট খামারিকে এন্টিবায়োটিক ব্যবহারে প্রলুব্ধ করছে। যার প্রমাণসহ লিখিত অভিযোগ দেয়া হয় প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও ওষুধ প্রশাসন অধিদফতরে। প্রাণিসম্পদ অধিদফতরও জানায়, একাধিক এন্টিবায়োটিক একসঙ্গে মিশিয়ে ব্যবহার করছে খামারিরা। এতে খরচ যেমন বাড়ছে, তেমনি কমছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা। এমন বাস্তবতায় পোল্টি খাতে এন্টিবায়োটিকের ৩৫টি মিশ্রণকে নিষিদ্ধ করেছে সরকার। বর্তমানে দেশের পোল্টি খাতে বিনিয়োগ প্রায় ৪০ হাজার কোটি টাকা।
×