ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে পোশাক বিতরণ

প্রকাশিত: ০৯:৫০, ২৬ মে ২০১৯

 বিনামূল্যে পোশাক বিতরণ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় সুবিধাবঞ্চিত ৮৪ শিশু পেয়েছে ঈদের নতুন পোশাক। শনিবার বেলা ১১টায় শহীদ হাদিস পার্কে ‘স্বপ্নের দোকান’ খুলনা ব্রাঞ্চ থেকে বিনামূল্যে শিশুদের হাতে এই পোশাক তুলে দেয়া হয়। নতুন পোশাক পেয়ে শিশু ও তাদের অভিভাবকরা খুবই আনন্দিত। সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে ‘স্বপ্নের দোকান’ খুলনা ব্রাঞ্চ পরিচালিত হচ্ছে। এতে সহযোগিতা করেছে কমনওয়েলথ ডেভেলপমেন্ট ফর পিস (সিডিপি) নামে একটি সংস্থা। শনিবার সকালে নগরীর শহীদ হাদিস পার্কের দক্ষিণ গেটে নতুন পোশাকের ‘স্বপ্নের দোকান’ সাজানো হয়। এ কার্যক্রমে অংশ নেন ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ‘ল’ বিভাগের শিক্ষার্থী শিঞ্জয় রায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের মৌমিতা মৌ রায়, নাঈমা সুলতানা স্নিগ্ধাসহ অনেকেই।
×