ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘কানাডায় আশ্রয় প্রার্থীর সংখ্যা দুই বছরে তিনগুণ বৃদ্ধি’

প্রকাশিত: ০৮:৩৭, ১৯ মে ২০১৯

 ‘কানাডায় আশ্রয়  প্রার্থীর সংখ্যা  দুই বছরে  তিনগুণ বৃদ্ধি’

স্ট্যাটিস্টিক্স কানাডা শুক্রবার জানিয়েছে, গত দুই বছরেরও বেশি সময়ে কানাডায় আশ্রয় চেয়েছেন এমন ব্যক্তিদের সংখ্যা তিনগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে মাসিক হারে তা আরও বাড়ছে। এএফপি। স্ট্যাটিস্টিক্স কানাডা আশ্রয় প্রার্থীদের সংখ্যা উল্লেখ করে সরকারী প্রবেশ পথের মাধ্যমে অন্যদেশ থেকে দেশটিতে যাচ্ছে এমন কথা জানিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি আশ্রয় প্রার্থনাকারীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আশ্রয় দাবি করাদের আবেদনের সংখ্যা ২০১৫ সালে ছিল ১৬ হাজার ৫৮। যা বেড়ে ২০১৭ সালে হয়েছে ৫০ হাজার ৩৮৯। এই সংখ্যা ২০১৮ সালে আরও বেড়ে হয়েছে ৫৫ হাজার ২৩-এ। ২০১৭ সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থান নেন। তারপর থেকে কানাডায় আশ্রয় প্রার্থীর সংখ্যা বাড়তে থাকে। সে সময় অনেকে সীমান্ত পাড়ি দিতে হেঁটে কানাডা পৌঁছায়। যাদের মধ্যে অনেকে কনকনে ঠা-া ও বিপজ্জনক পথ পাড়ি দেন শুধু হেঁটে। স্ট্যাটিস্টিক্স কানাডা বলছে, মাসিক হারে আশ্রয় প্রার্থনার অনুরোধ ২০১৭ সালের আগস্টে সর্বোচ্চ অবস্থায় ছিল। ওই সময় একমাসে আট হাজার ৮০১টি আবেদন জমা হয়। ওই বছর যারা আশ্রয় প্রার্থনা করেছেন তাদের মধ্যে সবচেয়ে বড় দলটি ছিল হাইতির। সাত হাজার ৭৮৭ হাইতিয়ান অবেদন জমা দেয়। তাদের অনুসরণ করে নাইজিরিয়ান ও মার্কিন নাগরিকরাও আশ্রয় প্রার্থনা করেছেন। ২০১৭ সালের গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ছেড়ে হাজার হাজার হাইতির নাগরিক আশ্রয় চান। ট্রাম্প প্রশাসন নবেম্বরে আনুষ্ঠানিকভাবে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
×