ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

উত্তাল ময়মনসিংহ মেডিক্যাল

প্রকাশিত: ০৮:৪৩, ১৭ মে ২০১৯

উত্তাল ময়মনসিংহ মেডিক্যাল

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ছাত্রীকে যৌন হয়রানি ও এক কর্মচারীকে মারধরের প্রতিবাদে শিক্ষার্থী ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিক্ষোভ প্রদর্শনসহ মারমুখী অবস্থান কর্মসূচীর কারণে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ক্যাম্পাস। এ সময় মেডিক্যাল কলেজের প্রধান ফটকে তালা দিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলসহ অবস্থান কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এদিকে হাসপাতালে কাজ ফেলে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শনসহ সমাবেশ করেছে ময়মনসিংহ মেডিক্যালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। উত্তেজনাকর পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় র‌্যাবকের টহল দিতে দেখা গেছে। অবস্থান কর্মসূচীর কারণে হাসপাতালে চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হয়েছে। অচলাবস্থা দেখা দেয় মেডিক্যাল কলেজেও। পরিস্থিতি সামাল দিতে মেডিক্যাল কলেজ মিলনায়তনে বৈঠকে বসেছেন কলেজ কর্তৃপক্ষসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। বেলা ১১টায় শুরু হওয়া এই বৈঠক চলে বেলা আড়াইটা পর্যন্ত। সভা শেষে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন জানান, ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় ছাত্রী হোস্টেলের গেটে দায়িত্বে অবহেলার অভিযোগ কর্মচারী সেলিম ও ফিরোজাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসে পুলিশ টহল জোরদারসহ নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এমন সিদ্ধান্তে আগামী শনিবার পর্যন্ত শিক্ষার্থী ও কর্মচারীদের চলমান সকল আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বুধবার ইফতারের সময় মেডিক্যাল কলেজের ৪৫ ব্যাচের এক ছাত্রী হোস্টেলে ঢোকার পথে গেটে বহিরাগত যুবকের হাতে যৌন হয়রানির শিকার হন। অভিযোগ এ সময় গেটে কর্তব্যরত কোন কর্মচারী ছিল না। বিষয়টি কলেজ অধ্যক্ষকে জানিয়েও কোন প্রতিকার মেলেনি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এর জের ধরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে চতুর্থ শ্রেণীর কর্মচারী রাজা মিয়াকে কলেজ ক্যাম্পাসে পেয়ে বেদমভাবে মারধর করে। গুরুতর আহত কর্মচারী রাজাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন জানান, বুধবার সন্ধ্যয় ছাত্রী হোস্টেলে রাজার কোন দায়িত্ব ছিল না। এই খবর ছড়িয়ে পড়লে কাজ ফেলে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের কেন্টিনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এর ১০০ গজ দূরে মেডিক্যাল কলেজ গেটে বিক্ষোভ প্রদর্শনসহ অবস্থান নেয় শিক্ষার্থীরা। পাশাপাশি এই বিক্ষোভ প্রদর্শন ও অবস্থান নিয়ে উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ তলব করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, ক্যাম্পাসে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় ক্লাস ও পরীক্ষা বর্জনসহ তাদের আন্দোলন কর্মসূচী চলবে।
×