ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পানামায় শক্তিশালী ভূমিকম্পে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ০৮:৫০, ১৪ মে ২০১৯

 পানামায় শক্তিশালী ভূমিকম্পে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত

পানামার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় কোস্টারিকা সীমান্তের কাছে শক্তিশালী একটি ভূমিকম্পে বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আহত হয়েছেন একজন। রবিবারের এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে প্রাণহানির কোন খবর হয়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ওয়েবসাইট। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) প্রতিবেদনে বলা হয়েছে, ৬ দশমিক এক মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি প্লাজা দে কাইসান থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে। পরে তারা ভূমিকম্পের উপকেন্দ্রটি কোস্টারিকার ক্যানোয়াস শহর থেকে কয়েক কিলোমিটার উত্তরে বলে জানিয়েছে। এলাকাটি পানামার সীমান্ত সংলগ্ন। ভূমিকম্পের পর কোন সুনামি সতর্কতা জারি হয়নি বলে জানিয়েছে পানামার কর্তৃপক্ষগু।
×