ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইপিএলে শিরোপা জিতে ম্যানসিটির উৎসব

প্রকাশিত: ১৩:১০, ১৩ মে ২০১৯

 ইপিএলে শিরোপা জিতে ম্যানসিটির উৎসব

স্পোর্টস রিপোর্টার ॥ জিতলেই চ্যাম্পিয়ন, ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) সমীকরণটা সহজই ছিল ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে। সুযোগটাও দারুণভাবে কাজে লাগিয়ে উৎসব করেছে সিটিজেনরা। লীগের শেষ ম্যাচে তারা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাইটন ক্লাবকে। তাও আবার ব্রাইটনের মাঠেই পেয়েছে উদ্ভাসিত এই জয়। এটি তাদের টানা দ্বিতীয় শিরোপা। আর সবমিলিয়ে চতুর্থবারের মতো ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি । এক পয়েন্ট পেছনে থেকে ম্যানসিটির ঘারের ওপর নিশ্বাস ফেলা লিভারপুলও সহজ পায়। কিন্তু ম্যানসিটির জয়ে রানার্সআপ বা দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো লিভারপুলকে। সঙ্গত কারণে এই জয়টা তাদের জন্য কিছুটা হলেও হতাশার। ময়দানী লড়াইয়ে বলা যায় এক তরফা রাজত্ব করে ম্যানসিটি। অর্জিত আয়েশি জয়ে তেমন বেগ পেতে হয়নি পেপ গার্দিওলার শিষ্যদের। পয়েন্ট টেবিলের ১৭ নম্বরে থাকা দলের বিরুদ্ধে রীতিমতো গোল উৎসব করেই চতুর্থ শিরোপা জিতে নিয়েছে ম্যানসিটি। যদিও ২৭ মিনিটে গেন্টন মারের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। কিন্তু এই গোল মোটেও চাপে ফেলতে পারেনি জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে। ছন্দময় ফুটবল উপহার দিয়ে পরের মিনিটেই সার্জিও এ্যাগুয়েরোর গোলে ম্যাচে ফিরে বিজয়ীরা। পরবর্তীতে দলের হয়ে একে একে আরও ৩ গোল করেন এমেরিক লাপোর্তে, রিয়াদ মাহরেজ ও ইল্কায় গুন্ডোগান। ৩৮ ম্যাচে ৩২ জয় ও ২ ড্রতে ৯৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। অপর ম্যাচে ওলভসের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া লিভারপুল লীগ থাকলো দ্বিতীয় অবস্থানেই। ৩৮ ম্যাচে ৩০ জয় ও ৭ ড্রতে তাদের সংগ্রহ ৯৭ পয়েন্ট। উল্লেখ্য, গতকাল রবিবার রাতে জয়-পরাজয় আর আনন্দ, বেদনার মধ্যে দিয়ে পর্দা নামে এবারের আসরের।
×