ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

১০ টাকা কেজির চালভর্তি ট্রাকসহ ডিলার আটক

প্রকাশিত: ১৩:০৫, ৭ মে ২০১৯

 ১০ টাকা কেজির চালভর্তি ট্রাকসহ ডিলার আটক

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৬ মে ॥ খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা (কেজি) মূল্যের চাল পাচারের সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন খান ওরফে বিল্লাল ডিলার ও চালক নাজমুল হককে ট্রাকভর্তি চালসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে উপজেলার বগাজান বাজারে। জানা যায়, জসীম উদ্দিন খান ওরফে বিল্লাল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ ব্যবহার করে মেদুয়ারী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরে চাল বিক্রির ডিলারশিপ নেন। ডিলারশিপ নিয়েই উপজেলা খাদ্য কর্মকর্তা হাসান আলীর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেন। ঘটনার রাতে বগাজান বাজারে তার গোডাউন থেকে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল পাচারের উদ্দেশ্যে ট্রাকে (ঢাকা মেট্রো-ন-১৮-৮২৮০) ভর্তি করেন। বিষয়টি আশপাশের লোকজন জানতে পেরে জসীম উদ্দিন খান ওরফে বিল্লাল ডিলার ও মেদুয়ারী গ্রামের সিরাজুল হকের ছেলে ট্রাকচালক নাজমুল হককে আটক করে ভালুকা মডেল থানা পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাস্থল থেকে চালভর্তি ট্রাকসহ তাদের আটক করে। স্থানীয়দের অভিযোগ, চাল বিতরণকালে খাদ্য বিভাগ বা তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) উপস্থিত থাকার কথা থাকলেও কখনও তাদেরকে দেখা যায়নি। তাছাড়া গত ৩০ মে চাল বিতরণের সময় শেষ হলেও ৫ দিন পর ওই ডিলারের ঘর থেকে ট্রাকে চালভর্তির বিষয়টি সন্দেহ হওয়ায় তাদেরকে ট্রাকসহ আটক করে পুলিশকে জানানো হয়েছে। স্থানীয়রা জানান, ডিলারের বিরুদ্ধে এর আগেও চাল বিতরণে অনিয়মের অভিযোগ রয়েছে। এদিকে উপজেলার সর্বত্রই খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা খাদ্য কর্মকর্তা ও ট্যাগ অফিসারের সঙ্গে যোগসাজশ করে সংশ্লিষ্ট খাদ্য ডিলাররা এসব অনিয়ম করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ব্যাপারে মেদুয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেসমিন নাহার রানী জানান, খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা (কেজি) মূল্যের ৫০০ কেজি চাল ভর্তি ট্রাকসহ ডিলার বিল্লাল ও চালককে আটক করেছে থানা পুলিশ। ভালুকা উপজেলা খাদ্য কর্মকর্তা হাসান আলীকে চালভর্তি ট্রাকসহ ডিলার গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি এ ঘটনার কোন তথ্য দেয়া হবে না বলে জানান। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন ১০ টাকা মূল্যের ট্রাকভর্তি চাল উদ্ধার ও আটকের বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, ৪০ বস্তা চালভর্তি ট্রাকসহ ডিলার ও চালককে আটক করা হয়েছে। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল জানান, ট্রাকভর্র্তি চালসহ ডিলার আটকের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×