ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আইপিএলে এবার প্লে-অফের লড়াই

প্রকাশিত: ১২:৫৩, ৭ মে ২০১৯

  আইপিএলে এবার প্লে-অফের লড়াই

শাকিল আহমেদ মিরাজ ॥ ৩০ মে ইংল্যান্ডে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। ঠিক তার আগে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) নিয়ে রয়েছে ব্যাপক সমালোচনা। এমন একটি কঠিন টুর্নামেন্টের ধকল সামলে ক্রিকেটাররা বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত থাকতে পারবে, আছে সেই প্রশ্ন। এরই মধ্যে ইনজুরিতে পড়েছেন কাগিসো রাবাদা-ডেল স্টেইনসহ অনেক তারকা। সে যাই হোক। ছোট হয়ে এসেছে আইপিএলের লড়াই। লীগপর্ব পেরিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, দিল্লী ক্যাপিট্যালস ও সানরাইজার্স হায়দরাবদ। বাদ পড়ে কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। চেন্নাইয়ে ‘কোয়ালিফায়ার-১’ ম্যাচে আজ স্বাগতিক চেন্নাইর মুখোমুখি হবে মুম্বাই। বিশাখাপত্তমে বুধবার ‘এলিমিনেটর’-এ দিল্লীর প্রতিপক্ষ হায়দরাবাদ। একই ভেন্যুতে ‘কোয়ালিফায়ার-২’ শুক্রবার। আর হায়দরাবাদে রবিবার শিরোপা ফয়সালা, অর্থাৎ গ্রান্ড ফাইনাল। মোটামুটি ধারাবাহিক নৈপুণ্যে প্লে-অফ নিশ্চিত করে এবারের আসরের চমক দিল্লী ও টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দুই দল চেন্নাই আর মুম্বাই। চতুর্থ দল হিসেবে শেষ পর্যন্ত প্লে-অফের রেসে থাকা তিন দলÑ হায়দরাবাদ, পাঞ্জাব ও কলকাতা। কিন্তু পরশু লীগপর্বের শেষ ম্যাচে মুম্বাইর কাছে বাজে হারে কলকাতার আশার শেষ প্রদীপটুকুও নিভে যায়। ৯ উইকেটের বিশাল জয়ে রোহিত শর্মার মুম্বাই কেবল শীর্ষস্থানেই উঠে আসেনি, তারা কলকাতাকে বিদায় করে প্লে-অফে তুলে এনেছে হায়দরাবাদকেও। একই দিনে পাঞ্জাবের কাছে ৬ উইকেটের বড় হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে লীগে নিজেদের খেলা শেষ করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। সুতরাং ‘কোয়ালিফায়ার-১’এ রোহিতের মুম্বাই আজ মানসিকভাবে এগিয়ে থাকবে। যদিও প্রতিপক্ষ শিবিরে ধোনির মতো ক্ষুরধার মস্তিষ্কের অধিনায়ক আছেন। আছেন ইমরান তাহির, দীপক চাহারের মতো ইনফর্ম বোলার। তবে রোহিত, কুইন্টন ডি কক হারদিক পা-িয়ারা জ্বলে উঠলে মুম্বাইও সরাসরি উঠে যেতে পারে ফাইনালে। নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল ‘কোয়ালিফায়ার-১’এ মুখোমুখি হচ্ছে, যেখানে জিতলেই ফাইনাল, তবে হারলেও আশা টিকে থাকবে। ‘কোয়ালিফায়ার-২’ ম্যাচে তারা খেলবে ‘এলিমিনেটর’Ñএ বিজয়ীদের বিপক্ষে। অর্থাৎ দিল্লী-হায়দরাবাদ ‘এলিমিনেটর’ ম্যাচে হেরে যাওয়া দল বাদ পড়বে, আর জয় পাওয়া দল খেলবে ‘কোয়ালিফায়ার-২’-এ। বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সের মতো তারকাদের নিয়ে ব্যাঙ্গালুরুর যেখানে ভরাডুবি হয়েছে সেখানে দিল্লীর প্লে-অফে উঠে আসা সত্যি বড় চমক। শিখর ধাওয়ান ছাড়া তেমন কোন অন্তর্জাতিক তারকা নেই। দলটিকে এ পর্যায়ে তুলে এনেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার, ওপেনার পৃথ্বি শ’ এবং ভারতের বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে আলোচিত ঋষভ পন্থ। অন্যদিকে হায়দরাবাদকে বলতে গেলে একাই শেষ চারের তুলে দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ক্যাম্পে ফিরে গেছেন ডেভিড ওয়ার্নার। তাকে ছাড়া শেষদিকে এসে দলটিকে বেশ ভুগতে হয়েছে। অধিনায়ক কেন উইলিয়ামসনের (৪৩ বলে ৭০*) দুরন্ত ব্যাটিং সত্ত্বেও হায়দরাবাদ লীগপর্বে নিজেদের শেষ ম্যাচে হারে ব্যাঙ্গালুরুর কাছে। প্লে-অফের সূচী ৭ মে, মঙ্গলবার কোয়ালিফায়ার-১ মুম্বাই-চেন্নাই চেন্নাই ৮ মে, বুধবার এলিমিনেটর দিল্লী-হায়দরাবাদ বিশাখাপত্তম ১০ মে, শুক্রবার কোয়ালিফায়ার-২ বিশাখাপত্তম ১২ মে, রবিবার ফাইনাল হায়দরাবাদ * সব ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু
×