ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে খ্রীস্টানরা নিরাপত্তা ঝুঁকিতে নেই ॥ এ্যাসোসিয়েশন

প্রকাশিত: ১১:২৮, ১ মে ২০১৯

বাংলাদেশে খ্রীস্টানরা নিরাপত্তা ঝুঁকিতে নেই ॥ এ্যাসোসিয়েশন

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি বিবিসি’র ইমপ্যাক্ট নামক একটি অনুষ্ঠানে বিশ্বব্যাপী খ্রীস্টিয়ান নির্যাতনের ওপর আলোচনা করতে গিয়ে বাংলাদেশকে বিশ্বের অন্যতম খ্রীস্টান নিগ্রহকারীর দেশ হিসেবে দেয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশন। মঙ্গলবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে খ্রীস্টান সম্প্রদায়ের অনিরাপদ ও ঝুঁকি নিয়ে প্রদান করা বক্তব্যটি সঠিক নয়। বাংলাদেশের বর্তমান বস্তবতার সঙ্গে তার কোন মিল নেই। বর্তমান সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগ দেশের খ্রীস্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আন্তরিক এবং তাদের সমস্যাসমূহ সমাধানে সর্বদাই সচেষ্ট রয়েছে। ঐতিহ্যগতভাবে দেশের সংখ্যালঘু সম্প্রদায় বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সাচ্ছন্দ্যে এবং নিরাপদে থাকে। খ্রীস্টান সম্প্রদায় অনিরাপদ বা নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে বলে আমাদের কাছে মনে হয় না।
×