ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মিউচুয়াল ফান্ডে আর রি-ইউনিট দেয়া যাবে না

প্রকাশিত: ১০:১৯, ১ মে ২০১৯

মিউচুয়াল ফান্ডে আর রি-ইউনিট দেয়া যাবে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ মেয়াদী মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ হিসেবে আগামী দিনে আর রি-ইনভেস্টমেন্ট ইউনিট (আরআইইউ) বা বোনাস দেয়া যাবে না। এই সুযোগ বন্ধ করতে শীঘ্রই মিউচুয়াল ফান্ডের আইন সংশোধন করবে। তখন থেকে কেবল নগদ লভ্যাংশ দেয়া যাবে। রবিবার সন্ধ্যায় পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন (ডিবিএ) ও শীর্ষ ২০ ব্রোকারের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এ আশ্বাস দিয়েছেন। বৈঠকে বিএসইসির কমিশনার অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী, অধ্যাপক ড. স্বপন কুমার বালা ও খন্দকার কামালুজ্জামান, নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, মোঃ সাইফুর রহমান ও মোঃ মাহবুবুল আলম। ডিবিএর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডেন্ট মোঃ শাকিল রিজভী, ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও ও পরিচালক মোহাম্মদ আলী। এছাড়া শীর্ষ ২০ ব্রোকারেজের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। পরিচালক ও স্পন্সর শেয়ারহোল্ডারদের ন্যূনতম শেয়ার ধারণে কঠোর হবে বিএসইসি বৈঠকে বিএসইসি চেয়ারম্যান জানান, তালিকাভুক্ত কোম্পানিতে পরিচালক ও স্পন্সর শেয়ারহোল্ডারদের ন্যূনতম শেয়ার ধারণ সংক্রান্ত যে আইন রয়েছে, সেটি কঠোরভাবে পরিপালনে কোম্পানিগুলোকে বাধ্য করা হবে।
×