ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মমতার কাঁকর মেশানো রসগোল্লা হবে প্রসাদতুল্য ॥ মোদি

প্রকাশিত: ০৯:৩১, ১ মে ২০১৯

মমতার কাঁকর মেশানো রসগোল্লা হবে প্রসাদতুল্য ॥ মোদি

ভারতে চলমান সপ্তদশ লোকসভা নির্বাচনে মোদি-মমতার কথার লড়াই বেশ জমে উঠেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাঁকর মেশানো মাটির তৈরি রসগোল্লা পাঠানোর হুমকির জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার কাছে ওই রসগোল্লা প্রসাদের সমতুল্য এবং তিনি ওই কাঁকর মেশানো রসগোল্লাই খাবেন। খবর এনডিটিভি অনলাইনের। সোমবার পশ্চিমবঙ্গের সিরামপুরে এক নির্বাচনী সমাবেশে মোদি এ কথা বলেন। সম্প্রতি বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে দেয়া এক সাক্ষাৎকারে মোদিবিরোধী রাজনীতিকদের সঙ্গে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরতে গিয়ে বলেছিলেন, মমতা তার জন্য প্রতিবছর কুর্তা ও রসগোল্লা পাঠান। মোদির এ দাবি নিয়ে গত শুক্রবার আসানসোলে এক নির্বাচনী জনসভায় মমতা বলেন, ‘বাংলা থেকে আমি রসগোল্লা পাঠাব। তবে সেই রসগোল্লা হবে মাটির তৈরি। তাতে কাঁকর মেশানো থাকবে। লাড্ডুতে যেমন কাজুবাদাম মেশানো থাকে, ঠিক তেমন। তাতে কামড় দিলেই মোদির দাঁত ভেঙ্গে যাবে। জবাবে সিরামপুরের সমাবেশে মোদি বলেন, ‘দিদি আমাকে মাটি ও কাঁকরের তৈরি রসগোল্লা খাওয়াতে চান। আমার কী সৌভাগ্য। হাজারো কিংবদন্তি এবং মুক্তিযোদ্ধার পা পড়েছে এই মাটিতে। যদি মোদি এই মাটির তৈরি রসগোল্লা পান তবে সেটা মোদির জন্য প্রসাদ পাওয়া হবে। আমার কাছে মাটি পবিত্র, অনুপ্রেরণা এবং শক্তির উৎস। আমি বাংলার মাটির তৈরি রসগোল্লা হাতে পাওয়ার অপেক্ষায় আছি। আমি খুবই কৃতজ্ঞ এবং আগেভাগেই আপনাকে ধন্যবাদ দিচ্ছি। সবার ভাগ্যে এমন প্রসাদ জোটে না।
×