ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী

প্রকাশিত: ০৯:০৫, ২৬ এপ্রিল ২০১৯

এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী

এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ এ (রুমী) আলীকে মনোনীত করেছে। রুমী আলী তার বৈচিত্র্যপূর্ণ কর্মজীবনে বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও, বোর্ড সদস্য এবং চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর ১৯৭৫ সালে তিনি এএনজেড গ্রিনডলেজ ব্যাংকে (বাংলাদেশ) তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ সালে তিনি প্রথম বাংলাদেশী হিসেবে ব্যাংকটির বাংলাদেশ অপারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত হন। ২০০০ সালে ব্যাংকটি স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রুপ কর্তৃক অধিগ্রহণের পর তিনি ব্যাংক দুটির যৌথ কার্যক্রমেরও প্রথম সিইও নির্বাচিত হন। ২০০২ সালের নবেম্বরে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর হিসেবে যোগ দেন এবং দেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ সংস্কারের জন্য নিযুক্ত ছিলেন, বিশেষ করে ঝুঁকি ব্যবস্থাপনা ও কর্পোরেট গবর্নেন্স নিয়ে তিনি কাজ করেন। তিনি খুব সফলভাবে চার বছর কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত ছিলেন। -বিজ্ঞপ্তি।
×