ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত পরিচালক হাসিবুল ইসলাম মিজান

প্রকাশিত: ০৯:১১, ২১ এপ্রিল ২০১৯

স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত পরিচালক হাসিবুল ইসলাম মিজান

স্টাফ রিপোর্টার ॥ স্ত্রীর কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন চলচ্চিত্র পরিচালক হাসিবুল ইসলাম মিজান। ‘তুমি আছো হৃদয়ে’, ‘আমার স্বপ্ন তুমি’, ‘জন্ম’, ‘কপাল’সহ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন নির্মাতা হাসিবুল ইসলাম মিজান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বনশ্রীর নিজ বাসায় হার্ট এ্যাটাকে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুর সংবাদটি প্রথমে জানান চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। তিনি বলেন, খবরটা রাত ৮টার দিকে পেয়েছি আমি। তিনি একজন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ছিলেন। সেই রাতে পরিচালক সমিতির পক্ষ থেকে তার বাসায় খবর নিতে যান পরিচালক কবিরুল ইসলাম রানা। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বাসায় এসে জানলাম সন্ধ্যায় বাসায় বিশ্রাম নিচ্ছিলেন তিনি। হঠাৎ হার্ট এ্যাটাক করেন এবং পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরায়েজি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ডাক্তার জানান, তিনি হার্ট এ্যাটাকে মারা গেছেন। শুক্রবার সকাল ১০টায় বনশ্রীতে প্রথম জানাজার পর সকাল সাড়ে ১১টায় তার মরদেহ বিএফডিসিতে আনা হয়। এ সময় পরিচালক মুশফিকুর রহমান গুলজার, সাফি উদ্দিন সাফি, এস এ হক অলীক, চিত্রনায়ক জায়েদ খান, আরজুসহ পরিচালক, প্রযোজক, কলাকুশলীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রযোজক পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলে মরহুমের আত্মার শান্তি কামনা ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিএফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে জুমার নামাজের পর মোহাম্মদপুরের তাজমহল রোডের কবরস্থানে তৃতীয় জানাজা শেষে তার স্ত্রী রাশিদা আক্তারের পাশে তাকে সমাহিত করা হয়। তার তিন ছেলে রয়েছে। হাসিবুল ইসলাম মিজান পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখতেন। তিনি সর্বশেষ আরিয়ান শাহ ও কথামনি অভিনীত ‘মনে মনে প্রেম’ এবং ‘ফুলবানু’ নামের দুটি চলচ্চিত্র পরিচালনা করছিলেন। এর মধ্যে ‘ফুলবানু’ চলচ্চিত্রে অভিনয় করেন শাহরিয়াজ ও জয়া চৌধুরী। চলচ্চিত্রের কাজ এখনও শেষ হয়নি।
×