ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বৈশাখী অনুষ্ঠানে নেয়ার কথা বলে যুবতীকে ধর্ষণ

প্রকাশিত: ০৯:২৩, ১৬ এপ্রিল ২০১৯

বৈশাখী অনুষ্ঠানে নেয়ার কথা বলে যুবতীকে ধর্ষণ

নিজস্ব সংবাদদাতা,পটিয়া, ১৫ এপ্রিল ॥ বৈশাখী অনুষ্ঠানে বেড়াতে নিয়ে এক যুবতীকে ধর্ষণ করা হয়েছে। রবিবার বিকেলে অজ্ঞান অবস্থায় তাকে পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ধর্ষক রিপন (২৬) গাড়ি চালকের সহকারী। সে কচুয়াই ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে, উপজেলার বড়লিয়া ইউনিয়নের এক যুবতী (১৮) পটিয়া বিসিক শিল্প নগরীর একটি গার্মেন্টসে চাকরি করত। বিসিক শিল্প নগরীতে মালামাল সাপ্লাই কাজে ব্যবহৃত গাড়ি চালকের সহকারী হিসেবে রিপন চাকরি করত। পহেলা বৈশাখ অনুষ্ঠানে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে যুবতীকে সকালে রিপন একটি সিএনজি করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। বিকেল পৌনে ৫টায় কয়েক যুবক ওই যুবতীকে অজ্ঞান অবস্থায় পটিয়া হাসপাতালে নেয়। কুড়িগ্রামে আগুনে ২০ দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন যুব উন্নয়ন অধিদফতর অফিসের সামনে টিনশেড মার্কেটে ভয়বহ অগ্নিকা-ে ২০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। রবিবার রাত ১টা ৫০মিনিটে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের মাধ্যমে এই ক্ষতি হয়। খবর পাওয়ার পর কুড়িগ্রাম, উলিপুর ও নাগেশ^রীর ৩টি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ফার্নিচার, ওয়েল্ডিং, জুসের গোডাউন, কম্পিউটার দোকানসহ ২০টি দোকানের মালামাল পুড়ে যায়। টঙ্গী নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, রবিবার দুপুরে টঙ্গীর নতুন বাজার ব্যাংকের মাঠ বস্তিতে এক অগ্নিকা-ের ঘটনায় বস্তির কয়েকটি ঘর পুড়ে গেছে। টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপাত্র আতিকুল ইসলাম জনকণ্ঠকে জানান, বস্তিতে লাগা আগুন ঘণ্টাখানেকের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়। কোন হতাহতের ঘটনা ঘটেনি।
×