ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছোট পর্দায় বর্ষবরণ

প্রকাশিত: ১২:৫২, ১১ এপ্রিল ২০১৯

ছোট পর্দায় বর্ষবরণ

নানা আয়োজনে চলছে বাংলা নববর্ষকে বরণের প্রস্তুতি। দেশের সব’কটি টিভি চ্যানেল বর্ষবরণে নানারকম অনুষ্ঠান সম্প্রচার করবে। এর বড় একটা অংশজুড়ে থাকবে নাটক ও টেলিফিল্ম। পয়লা বৈশাখের ছোট পর্দার নাটক ও টেলিফিল্ম এর বেশ কয়েকটি নাটকের খবর নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন। লিখেছেন- খোকন ভূঁইয়া ‘এই বৈশাখে’ হঠাৎ করেই প্রেম আসে রিয়ার জীবনে। অদেখা প্রেম। ফেসবুকে রায়হান নামে একটি ছেলের সঙ্গে পরিচয় হয় তার। সেই পরিচয় থেকে চ্যাট করতে করতে প্রেম। একদিন তাদের দেখা করার দিন ঠিক হয়। কিন্তু বাবার অসুস্থতার জন্য রিয়া রায়হানের সঙ্গে দেখা করতে যেতে পারে না। এমন পরিস্থিতি রিয়ার হয়ে রায়হানের সঙ্গে দেখা করতে যায় তার ঘনিষ্ঠ বান্ধবী অদিতি। এই মেয়েটির জীবনে ভালবাসা ফিকে হয়ে দেখা দিয়েছে। তার সঙ্গে কখনই কেউ কথা রাখেনি। বাস্তব জীবনের সব অভিজ্ঞতাই সব সময় তাকে নাড়া দেয়। তারপরও সব ভুলে সে যায় রিয়ার পরিবর্তে রায়হানের সঙ্গে দেখা করতে। তখনই ঘটে অন্যরকম ঘটনা। সৈয়দ ইকবালের রচনা ও নাজমুল রনির পরিচালনায় এখানে রায়হান চরিত্রে জিয়াউল ফারুক অপূর্ব, রিয়া চরিত্রে জাকিয়া বারী মম এবং অদিতি চরিত্রে অভিনয় করেছেন রুহী। ‘এই বৈশাখে’ একটি ত্রিভূজ প্রেমের গল্পের নাটক। নাটকটি ১৪ এপ্রিল এটিএন বাংলায় রাত ৯টায় প্রচারিত হবে বলে জানান নির্মাতা নাজমুল রনি। অপূর্ব-মম ও রুহী ছাড়াও সেখানে বিভিন্ন চরিত্রে দেখা যাবে আজম খান, মম আলী, তুষার ও মনিরুল ইসলাম মনির প্রমুখকে। ‘পুলিশ-একজন মানুষ’ সম্প্রতি পহেলা বৈশাখের জন্য নির্মিত হয়েছে ‘পুলিশ একজন মানুষ’। সাতটি ছোট গল্প নিয়ে নির্মিত হয়েছে এই নাটকটি। এই সাতটি গল্পের মধ্যে একটি গল্প লিখেছেন অভিনেতা অপূর্ব আর একটি সংগৃহীত এবং বাকি পাঁচটি গল্প লিখেছেন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। একজন পুলিশও যে মানুষ, দিন শেষে কারও বাবা, মা, কিংবা কারও ভাই এই গল্পে এটাই দেখানো হয়েছে। সাধারণ মানুষের কাছে নির্ভরতার নাম পুলিশ। এমন গল্পে একজন পুলিশের চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বকে। আর এই নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় তরুণ নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। আকবর হায়দার মুন্নার প্রযোজনায় পহেলা বৈশাখ উপলক্ষে ক্লাব ইলেভেন নামের ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি। শেষ কি হয়েছিল সত্যি? পহেলা বৈশাখ উপলক্ষ্য মিজানুর রহমান আরিয়ান আফরান নিশো ও তানজিন তিশাকে জুটি করে নির্মাণ করেছেন শেষ কি হয়েছিল সত্যি?। নাটকটি ১৪ এপ্রিল সন্ধ্যা ৭টায় ধুপচায় ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। নিশো-তিশা ছাড়াও নাটকে আরও দেখা যাবে অবিদ রেহান, মম আলী, শাহরিয়ার রানা ও প্রেমাকে। এছাড়াও এই জুঁটিকে দেখা যাবে মিজানুর রহমানের ‘কখনও না কখনও নাটকে।’ এটি বঙ্গবিডি ইউটিউব চ্যানেলে পহেলা বৈশাখের দিন প্রচারিত হবে। এবং এই নির্মাতা নিশো মেহজাবিনকে জুটি করে নির্মাণ করেন ‘নয়ন’। ‘আমি প্রেমিক’ সম্প্রতি বৈশাখের জন্য নির্মিত খ- নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার দুই প্রিয়মুখ অপূর্ব-মেহজাবিন। নাটকে অপূর্ব অভিনয় করেছেন অমি চরিত্রে। আর মেহজাবিন বৃষ্টি নামে। তারা প্রেমিক যুগল। গল্পে দেখা যাবে, শিক্ষিত যুবক অমির চাকরি না থাকায় বৃষ্টি তার বাবাকে পছন্দের ছেলের কথা বলতে পারছে না। বৃষ্টির পরিবার বিয়ের জন্য চাপও দিতে থাকে। এদিকে অমি একটি কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যান। আর সেখানেই বিপত্তি ঘটে। কোম্পানির এমডি অমিকে বিয়ে করতে চান। এক কঠিন পরিস্থিতির মুখোমুখি পড়েন অমি। এগিয়ে ‘আমি প্রেমিক’ নাটকের গল্প। এটি পরিচালনা করেছেন রাসেল আজম। পহেলা বৈশাখ উপলক্ষ্য এই নাটকটি ১৪ এপ্রিল সন্ধ্যায় ইউটিউবে আরটিভি ড্রামা চ্যানেলে প্রকাশ করা হবে। ‘বৈশাখী হাওয়া’ সম্প্রতি অপর্ণা ঘোষ ও ইরফান সাজ্জাদ ‘বৈশাখী হাওয়া’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন মেহরাব জাহিদ ও পরিচালনা করেছেন উদয় বাঙালী। পোশাকের উচ্চমূল্যের কারণে পহেলা বৈশাখে বিভিন্ন পেশাজীবী মানুষ পছন্দের পোশাক কিনতে পারেন না। এ সমস্যাকে কেন্দ্র্র করেই নাটকের মূল গল্প সাজানো হয়েছে। জানা গেছে, নাটকটি আগামী ১৩ এপ্রিল রাত ৯টা।
×