ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

এবার আমতলীতে স্কুলের ছাদের বিম ধস॥ আতঙ্কিত শিক্ষার্থীরা

প্রকাশিত: ১২:৪৫, ১১ এপ্রিল ২০১৯

এবার আমতলীতে স্কুলের ছাদের বিম ধস॥ আতঙ্কিত শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১০ এপ্রিল ॥ এবার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া জগৎচাঁদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের বিম ধসে পড়েছে। ঘটনা ঘটেছে বুধবার সকালে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ২০০১-০২ অর্থ বছরে নির্মিত ভবনগুলো ধসে পড়ায় আতঙ্কে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। ভবন ধসে পড়ার খবর পেয়েও উপজেলা প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম বিষয়টি আমলে নেয়নি এবং বিদ্যালয় পরিদর্শনে যায়নি। জানা গেছে, উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া জগৎচাঁদ সরকারী প্রাথমিক বিদ্যালয় বুধবার সকাল নয়টার দিকে বিদ্যালয়ে কিছু শিক্ষার্থী উপস্থিত হয়। শিশু শ্রেণীর কক্ষটিতে শিক্ষার্থীরা ব্যাগ রেখে বাহিরে যায়। এ সময় কক্ষের ছাদের বিম ধসে পড়ে। কিন্তু এতে কোন শিক্ষার্থী হতাহত হয়নি। ছাদের বিম ধসে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভবনের ছাদের বিম ধসে পড়ার খবর পেয়েও উপজেলা প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম বিষয়টি আমলে নেয়নি। দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে ১৯৯৩ সালে জগৎচাঁদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ৫ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে চার কক্ষ বিশিষ্ট একতালা ভবন নির্মাণ করেন।
×