ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পটিয়ায় রহস্যজনক অগ্নিকাণ্ড ॥ একজনের মৃত্যু

প্রকাশিত: ১২:৪৪, ১১ এপ্রিল ২০১৯

পটিয়ায় রহস্যজনক অগ্নিকাণ্ড ॥ একজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১০ এপ্রিল ॥ চট্টগ্রামের পটিয়ায় রহস্যজনক আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া একব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম হিনু বড়ুয়া (২৮)। সে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা গ্রামের মৃত প্রদীপ বড়ুয়ার পুত্র। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে লাখেরা এলাকায় এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে তুহিন বড়ুয়া, রতন বড়ুয়া, শর্মি বড়ুয়া, হিনু বড়ুয়া ও মিল্টন বড়ুয়ার বসতঘর পুড়ে যায়। এতে বুদ্ধিপ্রতিবন্ধী হিনু বড়ুয়া আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা পুলিশ কিংবা স্থানীয়রা জনপ্রতিনিধি নিশ্চিত করতে পারেনি। রহস্যজনক আগুনে অঙ্গার হয়ে যাওয়া হিনু বড়ুয়ার লাশ পটিয়া কালারপুল ফাঁড়ির পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। সীতাকু-ে কারখানায় শ্রমিক নিহত নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১০ এপ্রিল ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ নামে রড তৈরির কারখানায় রনভির বর্মণ (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার ভোরে উপজেলার কুমিরা জিপিএইচ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক রংপুর জেলার পীরগঞ্জ নয়াপাড়া এলাকার মোহন চন্দ্র বর্মের পুত্র। জানা যায়, বুধবার ভোরে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় গাড়িতে রড বোঝাই করছিল রনভির বর্মণ। এ সময় অনবধানবশত রডের একটি টুকরোর আঘাতে গুরুতর আহত হয় বর্মণ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
×