ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী প্রতিদিনই নুসরাতের খোঁজখবর নিতেন

প্রকাশিত: ১১:২১, ১১ এপ্রিল ২০১৯

প্রধানমন্ত্রী প্রতিদিনই নুসরাতের খোঁজখবর নিতেন

বাংলানিউজ ॥ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় বোরকাপরা দুর্বৃত্তদের আগুনে দগ্ধ নুসরাতের উন্নত চিকিৎসায় বদ্ধপরিকর ছিলেন চিকিৎসকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে আগেই নির্দেশ দেন এবং প্রতিদিনই তিনি খোঁজখবর নিতেন। বুধবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের তৃতীয় তলার সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান। তার চিকিৎসায় নিয়োজিত ছিল ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন। আরও ভাল চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী আগেই নির্দেশ দেন। তাই উন্নত চিকিৎসার জন্য আমাদের চিকিৎসকরা দফায় দফায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে থেকে জানানো হয়, এ অবস্থায় রোগী বাইরে নেয়া ঠিক হবে না। ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন বলেন, সকালে চিকিৎসার আপডেট কাগজপত্র সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তারা মিটিং করে আমাদের জানিয়েছে এ অবস্থায় তাকে সেখানে নেয়া ঠিক হবে না। এজন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে বলেন তারা।
×