ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ যুগের বিদ্যাসাগর

প্রকাশিত: ০৯:৩১, ১১ এপ্রিল ২০১৯

এ যুগের বিদ্যাসাগর

ঠিক যেন এ যুগের বিদ্যাসাগর। পেরুর মোচে শহরের ১২ বছরের বালক ভিক্টর মার্টিন আঙ্গুলো করডোভা সড়ক বাতির নিচে বসে পড়াশোনা করে। ছেলেটির বিধবা মা অর্থের অভাবে বাড়িতে বিদ্যুত সংযোগ নিতে পারেননি। তাই করডোভাকে এভাবে পড়াশোনা করতে হচ্ছে। ছেলেটি বলে, আমি বড় হয়ে পুলিশ কর্মকর্তা হতে চাই। দেশকে দুর্নীতি মুক্ত করাই আমার লক্ষ্য। তবে এভাবে পড়াশোনা করলেও স্কুলে বরাবরই ভাল রেজাল্ট করে ছেলেটি -স্ট্রেইট টাইমস গুণ্ডা ময়ূর যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের জনপ্রিয় জনসন পার্কে একটি গুণ্ডা ময়ূরের খোঁজ মিলেছে। ময়ূরটি জনসন পার্কে আগতদের শরীরে অনবরত ঠোঁকর বসাচ্ছিল। এটিকে কোন মতেই থামানো যাচ্ছিল না। পরে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ এসে অনেক কষ্টে ময়ূরটিকে ধরে নিয়ে যায়। ময়ূরটিকে আটক করতে পুলিশকে অনেকটা গলদঘর্ম হতে হয়। পুলিশ জানায়, ময়ূর উড়তে পারে। কিন্তু আমরা তো তা পারি না। তাই এটিকে বাগে আনতে অনেক কষ্ট করতে হয়েছে –ইউপিআই
×