ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অচলায়তন ভাঙ্গার কাজ শুরু হয়েছে ॥ বিমান প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১১:১০, ১০ এপ্রিল ২০১৯

অচলায়তন ভাঙ্গার কাজ শুরু হয়েছে ॥ বিমান প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বিমান পরিবহন খাতে মানুষের বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি। এই খাতের দীর্ঘদিনের অচলায়তন ভাঙ্গার কাজ শুরু হয়ে গেছে। কারণ আমাদের দেশ একটি লাভজনক এভিয়েশন বাজার। পৃথিবীর সব বিমান পরিবহন প্রতিষ্ঠান এখানে ফ্লাইট পরিচালনা করতে আগ্রহী। এখানে আমাদের লাভজনক না হওয়ার কোন কারণ নেই। রাজধানীতে এ্যাসোসিয়েসন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) এক অনুষ্ঠানে এ কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেয়ার পর থেকেই এই খাতের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করছি। বিমানবন্দরের টার্মিনাল যাত্রীবান্ধব ও আধুনিকায়ন করার জন্য কাজ করছি। বিমানের কোন সিট যাতে খালি না থাকে তার জন্য আমরা চেষ্টা করছি। ইতোমধ্যে এ বিষয়ে আমরা সুফল পাচ্ছি। গত কিছু দিন ধরে এখন আর বিমানের সিট খালি যাচ্ছে না। অন্য বিমান পরিবহন সংস্থা যদি লাভ করতে পারে- তবে বিমান কেন পারবে না? বিমান পরিচালনার দায়িত্বে যারা রয়েছে তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন তবে বিমান অবশ্যই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।
×