ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মাওয়ায় পদ্মা সেতুর দশম স্প্যান বসছে আজ

প্রকাশিত: ১১:০৯, ১০ এপ্রিল ২০১৯

মাওয়ায় পদ্মা সেতুর দশম স্প্যান বসছে আজ

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ মাওয়ায় ১০ম স্প্যান বসছে আজ বুধবার। সেতুর মাওয়া প্রান্তের ১৩ ও ১৪নং খুঁটির ওপর বসতে যাচ্ছে ৩নং মডিউলের ‘৩-এ’ নম্বর স্প্যানটি। মঙ্গলবার দায়িত্বশীল প্রকৌশলীরা জানিয়েছেন, স্প্যান বসানোর তারিখ চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে ১৩ ও ১৪ নম্বর খুঁটি দু’টি প্রস্তুত করা হয়েছে। স্প্যানটিও প্রস্তুত, চলছে শেষ সময়ের ফিনিশিং। বহু অপেক্ষার পর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে বসতে যাচ্ছে স্প্যান। যদিও পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানোর কথা ছিল মাওয়া প্রান্তে। কিন্তু নদীর তলদেশের মাটি নরম থাকায় এবারের কাজে পরে ধরা হয়। আগেই তাই জাজিরার কাজ এগিয়ে নেয়া হয়। একে একে জাজিরায় ৮টি স্প্যান বসানো হয়েছে। এবার স্প্যান বসতে যাচ্ছে মাওয়ায়। তাই পদ্মার এ পারের মানুষ বেজায় খুশি। এর আগে অস্থায়ীভাবে মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর খুঁটিতে একটি স্প্যান বসানো হয়। ৬ ও ৭ নম্বর খুঁটিতে এটি বসানোর কথা ছিল। কিন্তু ৬ ও ৭নং খুঁটি প্রস্তুত না থাকায় অস্থায়ীভাবে এটি ৪ ও ৫ নম্বর খুঁটিতে বসানো হয়েছে। পরবর্তীতে ৬ ও ৭ নম্বর খুঁটি প্রস্তুত হবার পর এটি সরিয়ে নেয়া হবে। একই সঙ্গে প্রথম পর্যায়ে জটিলতা সৃষ্টি হওয়া ৬ ও ৭ নম্বর খুঁটির পাইল অবশেষে শেষ হতে যাচ্ছে কাল বৃহস্পতিবার। ৭ নম্বর খুঁটিতে ৭টি পাইলই স্থাপন হয়ে গেছে। এর মধ্যে চারটি ট্যাম (খাঁজকাটা) পাইল। আর ৬ নম্বর খুঁটির ৬ ছয়টি পাইলই সম্পন্ন হয়েছে। বাকি একটি পাইলও সম্পন্ন হওয়ার পথে বাকি অংশটুকু কাল বৃহস্পতিবার শেষ হচ্ছে। এদিকে ১১তম স্প্যান বসতে যাচ্ছে ২০ এপ্রিল জাজিরায় ৩৪ ও ৩৩ নম্বর খুঁটিতে। ‘৬সি’ নম্বর স্প্যানটি বসানোর পরিকল্পনাও এখন চূড়ান্ত। ৩৪ নম্বর খুঁটিতে লেফটিং ফ্রেম (স্প্যান ঝুলিয়ে রাখার যন্ত্র) বসানোর প্রস্তুতি চলছে এখন। এদিকে চীন থেকে আসার পর ২১টি স্প্যানের বেশির ভাগই মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডে প্রস্তুত করে রাখা হয়েছে। পিয়ার নির্মাণকাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাকি ¯প্যানগুলোর অংশও চীন থেকে প্রস্তুত করা হবে। প্রকৌশলীরা জানান, সেতুর ৪১টি স্প্যানের মধ্যে বাংলাদেশে পৌঁছেছে ২১টি। এর মধ্যে জাজিরায় ৮টি ও মাওয়ায় ১টি স্প্যান খুঁটির ওপর বসানো হয়েছে। ২টি স্প্যান এখন একেবারে প্রস্তুত। এ মাসেই ‘৩-এ’ ও ‘৬-সি’ নং স্প্যান দু’টি মাওয়া ও জাজিরায় খুঁটির ওপর বসানো হবে চলতি মাসেই। এছাড়া মাওয়ার কুমারভোগের বিশেষায়িত ওয়ার্কশপে ৩টি স্প্যানের রংয়ের কাজ চলছে ও ৪টি স্প্যানের ওয়েলডিংয়ের কাজ চলছে। অপর ৩টি স্প্যান রয়েছে এখন ওয়েলডিংয়ের অপেক্ষায়। এছাড়া বাকি ২০টি স্প্যানের মধ্যে ১৬টি স্প্যানই চীনে তৈরি হয়ে আছে। এগুলো দেশে আসার জন্য পথে রয়েছে বা অপেক্ষায় আছে। আরও চারটি স্প্যানও তৈরির কাজ চলছে। মাওয়ায় কুমারভোগ বিশাল কনস্ট্রাকশন ইয়ার্ড সত্ত্বেও এত স্প্যান রাখার জায়গা সঙ্কুলান হচ্ছে না। তাই চীন থেকে ধীরে ধীরে স্প্যান আনা হচ্ছে বলে দায়িত্বশীল প্রকৌশলীগণ জানিয়েছেন।
×