ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

স্কুল কমিটির সদস্য ও ছাত্রদের হামলায় শিক্ষক আহত

প্রকাশিত: ১০:১৩, ১০ এপ্রিল ২০১৯

স্কুল কমিটির সদস্য ও ছাত্রদের হামলায় শিক্ষক আহত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৯ এপ্রিল ॥ ছাত্র নির্যাতনকে কেন্দ্র করে ম্যানেজিং কমিটির সদস্য, বহিরাগত সন্ত্রাসী ও ছাত্রদের হামলা ও মারধরের শিকার হয়েছেন কদমবাড়ির আ ন ব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন ঠাকুর। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কদমবাড়ী ইউনিয়নের আড়ুয়াকান্দি নটাখোলা বড়খোলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত ২ এপ্রিল কদমবাড়ির আ ন ব উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র কিংকন বৈদ্যকে স্কুলে না আসার অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনার প্রতিবাদে গত ১ সপ্তাহ ধরে বিদ্যালয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও শ্রেণীকক্ষে তালা দিয়ে ক্লাস বর্জন করে বিচার দাবি করে আসছিল ছাত্রছাত্রীরা। এ বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকেলে ম্যানেজিং কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত হয়। এ নিয়ে পূর্ব আলোচনার জন্য স্কুল কমিটির সভাপতি ও কদমবাড়ি ইউপি চেয়ারম্যান বিধান বিশ্বাস সকাল ১০টার আগে স্কুলে আসেন। সকাল ১০টার দিকে প্রধান শিক্ষক স্বপন ঠাকুর স্কুলে ঢুকতেই ম্যানেজিং কমিটির সদস্য সুমন মজমদার, বিকাশ সেন, অপূর্ব রায় দীপক রায় পুলক বিশ^াস, বহিরাগত কতিপয় সন্ত্রাসী ও স্কুলের ছাত্ররা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর শুরু করে। এ হামলা ঠেকাতে গিয়ে স্কুল কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান বিধান বিশ্বাসও হামলার শিকার হন। গুরুতর আহতাবস্থায় স্বপন ঠাকুরকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে অতর্কিতভাবে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজৈর উপজেলার বিভিন্ন হাইস্কুলের শিক্ষকরা বুধবার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। বিচার না পেলে পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলে রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব শিকদার জানিয়েছেন। ম্যানেজিং কমিটির সদস্য, ছাত্র ও শিক্ষকদের এ ন্যক্কারজনক ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত থাকলেও যে কোন মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
×