ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোদির কাজকর্ম দেখলে হিটলার আত্মহত্যা করতেন ॥ মমতা

প্রকাশিত: ০৯:৩০, ১০ এপ্রিল ২০১৯

মোদির কাজকর্ম দেখলে হিটলার আত্মহত্যা করতেন ॥ মমতা

আর ৪৮ ঘণ্টা পর ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে। প্রথম দফার ভোট শুরুর আগে রাজনৈতিক মহলের উত্তাপ বেড়েই চলেছে। একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করে চলেছেন রাজনৈতিক নেতানেত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমানে নিশানা করে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পাল্টা দিচ্ছেন মোদি। এবার মমতা বললেন, মোদির কাজকর্ম দেখলে আত্মহত্যা করতেন হিটলার। গণহত্যা এবং মানুষে মানুষে বিভাজনের রাজনীতিকে মোদির রাজনৈতিক হাতিয়ার বলে দাবি করেন মমতা। মঙ্গলবার রায়গঞ্জের নির্বাচনী জনসভা থেকে মমতা আরও বলেন, বিরোধীদের দমন করতে কেন্দ্রীয় সংস্থার অপপ্রয়োগ করছে বিজেপি। প্রধানমন্ত্রী নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন। নিজের নামে ছবি তৈরি করেন। মনে রাখতে হবে এই লোকটাই গুজরাটে দাঙ্গা লাগিয়েছিল। সে কথা কেউ ভুলে যায়নি। এনআরসি নিয়ে আরও একবার সরব হয়ে মমতা বলেন, বাংলায় এসব করবে বলছে। করুক না। প্রথম দিন থেকেই মমতা বলে আসছেন বাংলায় এনআরসি করতে দেয়া হবে না। রাজ্যে এসে শিলিগুড়ি সভা থেকে মমতাকে ‘স্পিড ব্রেকার’ বলে কটাক্ষ করেন মোদি। তিনি বলেন, এত বড় ভিড় না দেখলে বুঝতেই পারতাম না দিদির নৌকা ডুবতে চলেছে। আপনাদের ভালবাসা আছে বলেই চৌকিদার (টক্কর নিতে পারে। গোটা দেশের মতো বাংলায় গতিতে কাজ হয়নি। কারণ পশ্চিমববঙ্গে স্পিড ব্রেকার আছে। লোকে তাকে দিদি বলে। দিদি গরিবের কথা ভাবেন না। রাজনীতি করেন। গরিবকে গরিব রাখাই ওদের লক্ষ্য। গরিবের যাতে ভাল না হয় সেটা দেখেন। গরিবের ভাল হলে ওদের রাজনীতি শেষ। -এনডিটিভি
×