ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানের নামে মামলা

প্রকাশিত: ০৯:৩৭, ৯ এপ্রিল ২০১৯

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানের নামে মামলা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৮ এপ্রিল ॥ কলাপাড়ায় মহিলা মেম্বারকে ‘দুশ্চরিত্রের’ বলায় ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদারের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা করা হয়েছে। মহিলা মেম্বার সাহানারা বেগম সোমবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। ম্যাজিস্ট্রেট এএইচএম ইমরানুর রহমানের আদালত মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের আদেশ প্রদান করেন। জানা গেছে, ৩ এপ্রিল রাতে ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদার নারী ইউপি সদস্য সাহানারার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সংবলিত লিখিত বক্তব্য কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে পাঠ করেন। যেখানে তাকে ’দুশ্চরিত্রের’ নারী বলে উল্লেখ করা হয়। যাতে সাহানারার ৫০ লাখ টাকার মানহানি হয় বলে সে মামলায় উল্লেখ করে। রংপুরে অপহৃত কিশোরী গাজীপুরে উদ্ধার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মুক্তিপণের দাবিতে রংপুর হতে অপহৃত এক কিশোরীকে ১১দিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম আসাদুজ্জামান ওরফে রাজু (২১)। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার দামগাছা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সোমবার র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, ২৭ মার্চ দুপুরে রংপুর জেলার পীরগাছা থানার অনন্তরাম সেনপাড়া গ্রাম হতে এক কিশোরীকে কৌশলে প্রলোভন দেখিয়ে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের পরদিন মোবাইল ফোনে তার বাবার কাছে ৩লাখ টাকা মুক্তিপণ দাবি করে হত্যার হুমকি দেয় অপহরণকারী। এদিকে ওই কিশোরীর স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকে। সন্ধান না পেয়ে পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করে তারা।
×