ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

গুণীজন সম্মাননা

প্রকাশিত: ১০:২৬, ৮ এপ্রিল ২০১৯

 গুণীজন সম্মাননা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁ, ৭ এপ্রিল ॥ শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলার আট গুণী ব্যক্তি ও দুটি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে ‘সম্মাননা’ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। ২০১৬ সালে কণ্ঠ সঙ্গীতে অবদানের জন্য কালী প্রসাদ রায়, নৃত্যকলায় প্রীতি গাঙ্গুলী, আবৃত্তিতে মোতাহার হাসেন, লোকসংস্কৃতিতে (বাউল গান) ইলিয়াস বাউল এবং ২০১৭ সালে সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন শাপলা নাট্যগোষ্ঠী, কণ্ঠ সঙ্গীতে প্রণব ভট্টাচার্য, যাত্রা শিল্পে দেব কুমার গুহ ঠাকুরতা, লোক সংস্কৃতিতে (ধামের গান) ক্ষীতেন্দ্র নাথ বর্মন, নৃত্যকলায় জাবীন আক্তার লিজা ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন বড় বালিয়া আদিবাসী কল্যাণ সমিতিকে এ সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার মনিরুজ্জামান মনিরসহ অনেকে।
×