ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে ব্যবহার কমাতে এনবিআর চায় সিগারেট রফতানি

প্রকাশিত: ০৯:২৫, ৮ এপ্রিল ২০১৯

 দেশে ব্যবহার কমাতে এনবিআর চায় সিগারেট রফতানি

স্টাফ রিপোর্টার ॥ ভারতের চেয়ে আমাদের সিগারেটের দাম বেশি হলে দেশে অবৈধ পথে সিগারেট আমদানি হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। তিনি বলেন, গত বছর সিগারেটের দাম বৃদ্ধির ফলে দেশে এখন অবৈধভাবে সিগারেট আমদানি ও বিক্রয় হচ্ছে। এসব নিম্নমানের অবৈধ সিগারেট প্রতি প্যাকেট ২০ টাকায় বিক্রয় হচ্ছে। রবিবার রাজধানীর জাতীয় রাজস্ব ভবনে এ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)’র পক্ষ থেকে তামাক কর সংক্রান্ত বাজেট প্রস্তাবের আলোচনায় মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, রোহিঙ্গাদের মাধ্যমেও অবৈধভাবে এদেশে সিগারেট আমদানি হচ্ছে। তাই এই অবৈধ সিগারেট আমদানি রোধ করতে কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দিয়েছি। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। তিনি বলেন, আমরা চাই ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ তামাকমুক্ত হোক। তাই বহুজাতিক এবং দেশীয় কোম্পানিকে তাদের উৎপাদিত সিগারেট বিদেশে রফতানি করতে বলেছি। এ বিষয়ে আমরা প্রণোদনাও দিচ্ছি। আত্মা’র পক্ষ থেকে নিম্নস্তরের ১০ শলাকার প্যাকেট ৩৫ ও ৪৮ টাকার দুই মূল্যস্তরকে একস্তরে নিয়ে এসে ১০ শলাকার খুচরা মূল্য ৫০ টাকা নির্ধারণ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক এবং উচ্চস্তরের ৭৫ ও ১০৫ টাকার দুটিস্তরকে একত্রিত করে ১০ শলাকার সিগারেটের খুচরা মূল্য ১০৫ টাকা নির্ধারণ করে ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ এবং সকল ক্ষেত্রে প্রতি ১০ শলাকার সিগারেটে ৫ টাকা করে সম্পূরক শুল্ক আরোপ করতে প্রস্তাব রাখেন। এছাড়াও বিড়ির মূল্য বিভাজন তুলে দিয়ে ফিল্টারবিহীন ২৫ শলাকা বিড়ির খুচরা মূল্য ৩৫ টাকা নির্ধারণ করে ৪৫ শতাংশ শুল্ক আরোপ এবং ফিল্টারযুক্ত ২০ শলাকার সিগারেটের খুচরা মূল্য ২৮ টাকা নির্ধারণ করে ৪৫ শতাংশ শুল্ক আরোপসহ ৪.৮ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়। প্রতি ১০ গ্রাম জর্দার ৩৫ এবং ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ২০ টাকা নির্ধারণ করে ৪৫ শতাংশ শুল্ক আরোপসহ জর্দার ওপর ৫ টাকা ও গুলের ওপর ৩ টাকা সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করে আত্মা। এছাড়াই আত্মার পক্ষ থেকে এদেশে তামাক উৎপাদন কমিয়ে আনার দাবি তুলে তারা বলেন, রফতানি করতে হলে উৎপাদন বাড়াতে হবে। তামাক চাষ করার মাধ্যমে চাষীদের শারীরিক ক্ষতি হয়ে থাকে। তাই তামাক উৎপাদনে কমিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নিতে উদার আহ্বান জানিয়েছে আত্মা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় আত্মা’র আহ্বায়ক লিটন হায়দার, কোফের নাদিয়া কিরণসহ অনেকে উপস্থিত ছিলেন।
×