ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ৯ মে

প্রকাশিত: ০৮:৩০, ৫ এপ্রিল ২০১৯

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ ৯ মে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৪ এপ্রিল ॥ টাঙ্গাইলে চাঞ্চল্যকর ও আলোচিত জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সরকার দলীয় সাবেক এমপি আমানুর রহমান খান রানাকে আদালতে উপস্থিতি সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছে। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদ কবীর আগামী ৯ মে এই মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন। আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার আদালত কর্তৃক মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। অসুস্থতাজনিত কারণে এই হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এমপি আমানুর রহমান খান রানাকে টাঙ্গাইলের বিচারিক আদালতে উপস্থিত করা হয়নি। এছাড়া এ মামলায় জামিনে থাকা অপর তিন আসামি মাসুদুর রহমান মাসুদ, নাসির উদ্দিন নুরু ও ফরিদ আহমেদ আদালতে হাজিরা দেন। এ মামলায় এখন পর্যন্ত আদালতে মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়েছে। পুলিশ এ মামলায় ৩২ জনকে সাক্ষী করেছে। দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর সাবেক এমপি আমানুর রহমান খান রানা বিগত ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সে সময় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, বিগত ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
×