ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে হত্যা মামলায় গ্রেফতার তিন

প্রকাশিত: ১২:০৩, ৪ এপ্রিল ২০১৯

বাগেরহাটে হত্যা মামলায় গ্রেফতার তিন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে কাবুল মোল্লা হত্যা মামলায় নিহতের আপন ছোট ভাইসহ তিন জনকে গ্রেফতার এবং হত্যাকা-ে ব্যবহৃত একটি লোহার রড ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাগেরহাটের একটি টিম মঙ্গলবার রাতে বরিশালের কালিজিরা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এদের আটক করা হয়। প্রতিপক্ষকে ফাঁসাতে দলবল নিয়ে ছোট ভাই তার বড় ভাই কাবুলকে পরিকল্পিতভাবে হত্যা করে। আটককৃতরা হলো, মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের আলতিবুরুজ বাড়িয়া গ্রামের আব্দুল গফফার মোল্লার ছেলে নিহত কাবুল মোল্লার ছোট ভাই বাবুল মোল্লা (৪৫), একই এলাকাল আব্দুল মজিদ হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার এবং মন্টু খানের ছেলে মুন্না খান (২৪)। পুলিশ জানায়, এ বছরের ২০ জানুয়ারি রাতে পরিকল্পিতভাবে স’মিল মিস্ত্রি কাবুল মোল্লাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। সকালে আলতিবুরুজ বাড়িয়া গ্রামের লাল মিয়া খানের বসত বাড়ির দক্ষিণ পাশে বেড়িবাঁধের ওপর থেকে মরদেহ উদ্ধার করে মোরেলগঞ্জ থানা পুলিশ। ২২ জানুয়ারি নিহতের পিতা আব্দুল গফফার মোল্লা বাদী হয়ে ৪ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন। ২৮ জানুয়ারি মামলাটি পিবিআই, বাগেরহাটের কাছে হস্তান্তর করা হয়। আসামিরা হলেন, একই এলাকার জহর আলী শিকদারের ছেলে আব্দুর রব শিকদার (৫৭), মোঃ সুলতান মোল্লার ছেলে মোঃ খবির মোল্লা (৪৭) আব্দুর রব শিকদারের ছেলে ইয়ামিন শিকদার (২৫) এবং আব্দুর রব শিকদারের জামাতা নুরুল ইসলাম। এদের মধ্যে তিনজনকে আটক করে পুলিশ।
×