ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

৬ রানে জিতল মুম্বাই ইন্ডিয়ান্স

প্রকাশিত: ১৩:৪১, ২৯ মার্চ ২০১৯

 ৬ রানে  জিতল মুম্বাই ইন্ডিয়ান্স

জনকণ্ঠ ডেস্ক ॥ আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা ৬ রানে হারিয়েছে প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করে মুম্বাই। ব্যাট করতে নেমে দুই ওপেনার কুইন্টন ডি কক এবং রোহিত শর্মা মিলে উড়ন্ত সূচনা এনে দেন মুম্বাইকে। তবে ৬.৩ ওভারে ৬৩ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হয়ে যান দু’জন। ২০ বলে ২৩ রান করে আউট হন ডি কক। ৩৩ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন রোহিত শর্মা। ৮টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। সূর্যকুমার যাদব ২৪ বলে খেলেন ৩৮ রানের ইনিংস। যুবরাজ সিং করেন ১২ বলে ২৩ রান। শেষ দিকে হার্দিক পান্ডিয়া রীতিমত ঝড় তোলেন ব্যাঙ্গালুরু বোলারদের ওপর। ১৪ বলে তিনি খেলেন ৩২ রানের অপরাজিত ইনিংস। ২ বাউন্ডারির সঙ্গে তিনি মারেন ৩ ছক্কা। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান তুলতে সমর্থ হয় ব্যাঙ্গালুরু। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৭০ রান করেন এ বি ডি ভিলিয়ার্স। এছাড়া অধিনায়ক বিরাট কোহলি ৪৬ ও উইকেট রক্ষক পার্থিব প্যাটেল করেন ৩১ রান।
×