ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে তিন মাসে সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত: ১০:৩৫, ২৮ মার্চ ২০১৯

শেয়ারবাজারে তিন মাসে সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সব ধরনের সূচক কমেই চলেছে পুঁজিবাজারে। বুধবার পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে উভয় পুঁজিবাজারের লেনদেন। কমেছে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কমেছে। সেখানে তিন মাসে সর্বনিম্ন লেনদেনের ঘটনা ঘটেছে। এর আগে বিভিন্ন সভা সেমিনারেও বাজার সংশ্লিষ্টরা শেয়ারবাজারে তারল্য সঙ্কটের কথা তুলে ধরেছেন। একইসঙ্গে বাজারে চাহিদা না থাকলেও অধিক হারে আইপিও অনুমোদনের সমালোচনাও করছেন। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি) কোনভাবেই তা গায়ে তুলছেন না। অন্যদিকে বিনিয়োগকারীদের একটি অংশ আবার মূল বাজারের বাইরে প্লেসমেন্টের বাজার গড়ে তুলছেন। এই কার্ব মার্কেটেও বড় অঙ্কের টাকা আটকে যাচ্ছে বেশি মুনাফার আশায়। সবমিলে শেয়ারবাজারে তারল্য সঙ্কট দীর্ঘায়িত হচ্ছে। যার কারণেই টানা পতন অব্যাহত রয়েছে। বুধবারের বাজার বিশ্লেষণে দেখা যায়, সকালে এক পর্যায়ে আগের দিনের চেয়ে সূচক প্রায় ৩০ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকে। দিনশেষে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৭ কমে অবস্থান করছে ৫ হাজার ৫০২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ কমে অবস্থান করছে ১ হাজার ২৮১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৮ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫৩ কোটি ৪০ লাখ ৭৩ হাজার টাকার। যা গত কার্যদিবস থেকে ৩২ কোটি টাকা কম। এর আগে ডিএসইতে লেনদেন ৩ মাস ৯ দিন বা ৬৪ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর চেয়ে কম লেনদেন হয়েছিল। ওই দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৩৪ কোটি টাকার। ডিএসইতে ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫ শতাংশ বা ১২১টির, কমেছে ৪৭ শতাংশ বা ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ শতাংশ বা ৬১টির। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মুন্নু সিরামিকের। জানা গেছে, গত সোমবার মুন্নু সিরামিকের শেয়ার দর ছিল ৩৩৭.৪০ টাকায়। লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৬৪.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২৭.৫০ টাকা বা ৮.১৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর তালিকার শীর্ষে উঠে আসে। এদিন শেয়ার দর ৬.৯২ শতাংশ বেড়ে এই দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস এবং ৬.৩৫ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে উঠে আসে জেএমআই সিরিঞ্জ। ডিএসইর তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন লুব্রিকেন্টের ৬.২৪ শতাংশ, ইনটেকের ৫.৪১ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৫.২৫ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ৫.০৮ শতাংশ, এস এস স্টিলের ৫.০১ শতাংশ, এমবি ফার্মার ৪.৭৫ শতাংশ এবং সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৪.২৭ শতাংশ বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৫৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
×