ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

যশোরে কৃষিপণ্যের দাম বৃদ্ধির দাবি

প্রকাশিত: ১১:৪৩, ১৪ মার্চ ২০১৯

 যশোরে কৃষিপণ্যের  দাম বৃদ্ধির দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে কৃষিপণ্যের দাম বাড়ানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ বুধবার এ কর্মসূচী পালন করেন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের মোট শ্রমশক্তির ৪২.৭ ভাগ কৃষিতে নিয়োজিত। কৃষি থেকে জিডিপিতে ১৪.৭৯ ভাগ আয় যোগ হয়। কৃষিক্ষেত্রে সরকারী বরাদ্দ তুলনামূলক অনেক কম। গত বছর এ খাতে বরাদ্দ ছিল ৬.১০ ভাগ। এ বছর বরাদ্দ কমিয়ে ৫.৬৫ ভাগ করা হয়েছে। ফলে কৃষক ও কৃষিপণ্যের অবস্থা খুবই খারাপ। মধ্যস্বত্বভোগী, ফড়িয়া, চাতাল মালিক, সিন্ডিকেট ব্যবসায়ী ও দালালদের কারণে কৃষকরা সরকার ঘোষিত দামে পণ্য বিক্রি করতে পারছে না। কৃষকরা সহজে ব্যাংক ঋণও পাচ্ছে না। সরকারকে দ্রুত বিষয়গুলো আমলে নিয়ে ব্যবস্থা নিতে হবে। তাছাড়া কৃষক নিঃস্ব হয়ে যাবে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তসলিমউর রহমান, ক্ষেতমজুর সমিতির যুগ্ম-আহ্বায়ক সুনীল দাস, জেলা সভাপতি আলতাফ হোসেন, কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের জেলা সমন্বয়ক পলাশ বিশ্বাস, সমাজতান্ত্রিক ক্ষেত ও কৃষক সংঘের আহ্বায়ক শাহাজাহান আলী, চৌগাছা উপজেলা সভাপতি রফি উদ্দিন ও জেলা সদস্য ইমরান খান। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
×