ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে প্রস্তুতি সম্পন্ন ॥ তবু চলছে না আন্তঃনগর ট্রেন

প্রকাশিত: ১১:৪৩, ১৪ মার্চ ২০১৯

 চাঁপাইয়ে প্রস্তুতি সম্পন্ন ॥ তবু চলছে না আন্তঃনগর ট্রেন

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ কয়েক কোটি টাকা ব্যয়ে নতুন লাইন সম্প্রসারণ, প্লাটফরম নির্মাণ, বসার জন্য বড় বড় আকারের টাইলস দিয়ে মোড়ানো টুলস্, পাশাপাশি প্লাটফর বা লাইন অতিক্রম করতে ওভারব্রিজ। এসব হয়েছে আন্তঃনগর ট্রেনের জন্য। এই কার্যকলাপ সম্পন্ন হয়েছে প্রায় ছয় মাস আগে। কিন্তু ট্রেন আসেনি এখানে। পশ্চিমাঞ্চল রেলের এক কর্মকর্তা জানান, দ্রুত আন্তঃনগর ট্রেনের আনার জন্যই সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও কর্তৃপক্ষ তাদের ওয়াদা এখন পর্যন্ত কেন রাখেনি তা তারা জানে না। এর ফলে জনভোগান্তি বেড়েছে কয়েক গুণ। তবে একটি সূত্র নিশ্চিত করেছে আন্তঃ০নগর ট্রেন এখানে না আসার কারণ বিভিন্ন রুটের পরিবহন মালিকরা। বিশেষ করে এখানে ঢাকাগামী যাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি। পরবর্তীতে চট্টগ্রামের প্যাসেঞ্জার। এক শ্রেণীর পরিবহন মালিক নাকি অনেক টাকা চাঁদা উঠিয়ে আন্তঃনগর ট্রেন যাতে না আসে তার ব্যবস্থা করেছে। কারণ আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হলে যাত্রীদের সিংহভাগ সড়ক পথে ভ্রমণ না করে ছুটে আসবে ট্রেন পথে। ফলে মার খাবে বাস। আন্তঃনগর ট্রেন রুখে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবহন মালিকরা।
×