ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মোরেলগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে একই পরিবারের অচেতন ৫

প্রকাশিত: ১১:৪২, ১৪ মার্চ ২০১৯

 মোরেলগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে একই পরিবারের অচেতন ৫

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে চেতনানাশক পার্টির তৎপরতায় সন্তানসম্ভবা গৃহিণীসহ এক পরিবারের ৫ জন অজ্ঞান অবস্থায়। মঙ্গলবার রাত ৩টার দিতে কুঠিবাড়ির ভাড়াটিয়া প্রভাষক আল আমিনের বাড়িতে চুরির উদ্দেশে চেতনানাশক স্প্রে করে দুর্বৃত্তরা। এতে কচুয়ার মাধবকাঠি আহ্মদিয়া ফাজিল মাদরাসার প্রভাষক আল আমিন (৪৫), তার সন্তানসম্ভবা স্ত্রী কাঁঠালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা বেগম (৩৮), ছেলে হাসনাইন (৪), শাশুড়ি আমেনা ইসলাম (৬৮), শালী জেসমিন আক্তার (৩০) ও মাহমুদা আক্তার খুকিকে (৪৫) বুধবার বেলা ৯টার দিকে অজ্ঞান অবস্থায় রাইসা ক্লিনিকে ভর্তি করা হয়। অজ্ঞাত দুর্বৃত্তরা স্প্রে করার পরে দরজা ভেঙ্গে ঘরে ঢোকে। তারা ঘর থেকে কি মালামাল নিয়েছে তা এখনও জানা য়ায়নি। একই সময় অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের ঘরের জানালা ভেঙ্গে একটি মোবাইল ফোন ও ৪ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগে গত রবিবার রাতে বিশারীঘাটা গ্রামের সোহাগ হাওলাদারের ঘরে স্প্রে করে জানালার গ্রিল খুলে মায়ের কোল আড়াইমাস বয়সী শিশু আব্দুল্লাহকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে নিশানবাড়িয়া গ্রামের সালাম হাওলাদার ও আলম হাওলাদারের ঘরে চেতনানাশক স্প্রে দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা।
×