ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বরিশালে ১১ গুণীকে সম্মাননা

সাংবাদিকতায় পেলেন জনকণ্ঠের হীরা

প্রকাশিত: ০৯:২৪, ৯ মার্চ ২০১৯

সাংবাদিকতায়  পেলেন  জনকণ্ঠের হীরা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সরকারের নানা উন্নয়নমূলক কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন ও মুক্তিযুদ্ধের অসংখ্য সংবাদ প্রকাশসহ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এ ছাড়াও সমাজসেবা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করা, চিকিৎসা সেবা, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বরিশালের ১১ গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দক্ষিণাঞ্চলের পাঠকপ্রিয় সংবাদ সপ্তাহ পত্রিকার তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী আল-আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বেসরকারী টিভি চ্যানেল আনন্দ টিভির বার্তা প্রধান মিরন আহম্মেদ, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সহসভাপতি প্রিন্স আহম্মেদ। বক্তব্য রাখেন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহির খান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী বাবু, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, আতাউর রহমান চঞ্চল, হাসান মাহমুদ প্রমুখ। শেষে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও আনন্দ টিভি’র বার্তা প্রধান মিরন আহম্মেদ। সমাজসেবায় পৌরমেয়র মোঃ হারিছুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, আইডল গ্রুপের পরিচালক কাজী আব্দুল্লাহ আল-মামুন ও শাহী ৯৯ পার্কের প্রতিষ্ঠাতা শামীম আহমেদ, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করায় জেলার দুইবারের শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, চিকিৎসা সেবায় গরিবের ডাক্তার দাস রনবীরকে মরণোত্তর, মাদক নির্মূলে সফলতা অর্জন করে দেশব্যাপী আলোচিত গৌরনদী মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ কবির, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাসরিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
×