ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ছোট পর্দায় জ্যোতিকা জ্যোতি

প্রকাশিত: ১২:০১, ৭ মার্চ ২০১৯

ছোট পর্দায় জ্যোতিকা জ্যোতি

স্টাফ রিপোর্টার ॥ রাজনীতির মাঠ আর দুই বাংলার চলচ্চিত্রেই ব্যস্ত জ্যোতিকা জ্যোতি। ফলে টিভি ধারাবাহিকের জন্য খুব একটা সময় পান না তিনি। সে হিসেবে দীর্ঘদিন পর নিজ ঘরে ফেরা বলাই যায়। কারণ নতুন ধারাবাহিকে কাজ করছেন এই অভিনেত্রী। নাটকের নাম ‘গ্রামের নাম সুবর্ণপুর’। স্বাস্থ্য সচেতনতামূলক এ নাটকটি নির্মাণ করছেন বাশার জর্জিস। সম্প্রতি মানিকগঞ্জে নাটকটির শূটিং শুরু হয়েছে। চলবে পুরো মাসজুড়ে। জ্যোতিকা জ্যোতি বলেন, অনেকদিন পর ধারাবাহিকে অভিনয় করছি, তিন বছর তো হবেই। নাটকের গল্প ও চরিত্র পছন্দ হয়েছে বলেই এতে অভিনয় করা। এতে আমাকে বাড়ির বড় বউ হিসেবে দেখা যাবে। খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ ও কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে এটি নির্মাণ করছেন মাসুদ পথিক। আর ওপার বাংলায় মুক্তির অপেক্ষায় আছে ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ছবিটি।
×