ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

ব্যবসায়ী ও ছাত্রসহ নিহত ৯

প্রকাশিত: ১১:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

ব্যবসায়ী ও ছাত্রসহ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ কুমিল্লায় কভার্ডভ্যান চাপায় তিন পথচারী, নারায়ণগঞ্জে বাস-অটোরিক্সা সংঘর্ষে দুই যাত্রী, সাতক্ষীরায় ট্রাক চাপায় ব্যবসায়ী, চট্টগ্রামে বাসের ধাক্কায় পথচারী, ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় ছাত্র, গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। কুমিল্লা কুমিল্লায় কভার্ডভ্যান চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কভার্ডভ্যান জব্দ ও চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। নিহতরা হলেন- চান্দিনা উপজেলা কুটুম্বপুর গ্রামের মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী রফিকুল ইসলাম (৬০), একই গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে মহরম আলী (৭৫) ও মৃত হায়দার আলীর ছেলে আব্দুল মতিন (৬৫)। আটক কভার্ডভ্যান চালক চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরকাগরিয়া গ্রামের আলী আকবরের ছেলে দুদু মিয়া (৫১)। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ৩ পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নারায়ণগঞ্জ ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের সদর উপজেলার ফতুল্লার পাগলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই যাত্রী নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। আহত তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- আব্দুল আউয়াল (৫০) ও আলী হোসেন (৪৮)। নিহতদের একজনের বাড়ি মুন্সীগঞ্জে এবং অপরজনের বাড়ি ফতুল্লার পাগলায় বলে স্বজনরা জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১০টায়। পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, বুধবার সকালে পাগলায় ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিক্সার দুই যাত্রী আব্দুল আউয়াল ও আলী হোসেন নিহত হয়। সাতক্ষীরা সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেখ নুর ইসলাম (৬৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি কালীগঞ্জ উপজেলার ছনকা গ্রামের মৃত এবাদুল্লাহ শেখের ছেলে। বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ ট্রাকসহ চালক রিপন হোসেনকে আটক করে। রিপন হোসেন (৩০) দেবহাটা উপজেলার বহেরা গ্রামের একরাম কবিরের ছেলে। স্থানীয়রা জানান, ব্যবসায়ী নুর ইসলাম বিকেলে কালীগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে রাস্তা পার হয়ে ব্যাংকে যাচ্ছিলেন। এ সময় তিনি দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরি এলাকায় বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত ব্যক্তির নাম মোঃ আবু হানিফ (৫০)। তার বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট কদমতলী এলাকায়। রাত ১১টার দিকে শহর এলাকার ১০ নম্বর রুটের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন হানিফ। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে বাস চাপায় জুবায়ের (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপরে এ ঘটনা ঘটে। সে উত্তর সুহিলপুরের ইয়াছিন মিয়ার ছেলে এবং উত্তর সুহিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। নিহতের স্বজন ও পুলিশ জানায়, দুপুরে স্কুল শেষে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় বিশ^রোড অভিমুখী একটি লোকাল বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা সদরে ঢাকা-রংপুর মহাসড়কে মহেশপুর ইক্ষু ক্রয়কেন্দ্র সংলগ্ন এলাকায় বুধবার দুপুরে ট্রাকের ধাক্কায় অটোভ্যান যাত্রী খাজা মিয়া (৬৫) নিহত ও শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। খাজা মিয়া সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, উপজেলা সদরের ঢাকা-রংপুর মহাসড়কে মহেশপুর ইক্ষু ক্রয়কেন্দ্র সংলগ্ন এলাকায় একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দেয়।
×