ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদালত অবমাননা

ভারতীয় শিল্পপতি অনিল আম্বানি দোষী সাব্যস্ত

প্রকাশিত: ০৮:৩৫, ২১ ফেব্রুয়ারি ২০১৯

 ভারতীয় শিল্পপতি  অনিল আম্বানি দোষী সাব্যস্ত

ভারতের সর্বোচ্চ আদালত বুধবার দেশটির শিল্পপতি অনিল আম্বানিকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেছে। সুপ্রীমকোর্ট এক রায়ে জানিয়েছে, যদি সুইডিস টেলিকম কোম্পানি এরিকসনকে ৪৫৩ কোটি রুপী পাওনা দিতে ব্যর্থ হন তাহলে তাকে তিন মাসের জন্য জেলে যেতে হবে। চার সপ্তাহের মধ্যে তাকে এই অর্থ পরিশোধ করতে হবে। এনডিটিভি। রায়ে আদালত রিলায়েন্স কমিউনিকেশন্স চেয়ারম্যানের অচরণকে শিষ্টাচার বহির্ভূত বলে অভিহিত করেছে। এজন্য তাকে এক কোটি রুপী জরিমানা করা হয়েছে। তার দুই পরিচালকের প্রত্যেককে এক কোটি রুপী করে জরিমানা করা হয়। আদালত জানায়, অনিল আম্বানি ও অন্যরা তাদের অঙ্গীকার লঙ্ঘন করেছেন।
×