ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদিতে ২১০০ পাকিস্তানী বন্দীকে মুক্তির নির্দেশ যুবরাজের

প্রকাশিত: ০৮:৪৫, ২০ ফেব্রুয়ারি ২০১৯

সৌদিতে ২১০০ পাকিস্তানী বন্দীকে মুক্তির নির্দেশ যুবরাজের

সৌদি আরবের কারাগারে বন্দী দুই হাজার এক শ’র বেশি পাকিস্তানীকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পাকিস্তান সফরকালে তিনি এ নির্দেশ দেন বলে সোমবার নিশ্চিত করে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। খবর ওয়েবসাইটের। টুইটারে এক বার্তায় পাক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের অনুরোধেই সৌদি যুবরাজ দুই হাজার ১০৭ পাকিস্তানী বন্দীকে অবিলম্বে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন। কায়রোয় বিস্ফোরণে দুই পুলিশ নিহত মিসরের রাজধানী কায়রোয় এক বিস্ফোরণে সোমবার দুই পুলিশ নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। কর্মকর্তারা একজন সন্দেহভাজনকে গ্রেফতার করার সময় এ বিস্ফোরণ ঘটে। মন্ত্রণালয় জানায়, ‘লোকটিকে নিরাপত্তা কর্মীরা চারপাশ থেকে ঘিরে ফেলে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিলেন। -এএফপি
×