ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ভালবাসার দৃশ্যকাব্যে প্রেমের ‘সেই’ কথাটি বলা

প্রকাশিত: ১১:০০, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

ভালবাসার দৃশ্যকাব্যে প্রেমের ‘সেই’ কথাটি বলা

মনোয়ার হোসেন ॥ ঝড়-বৃষ্টি পেরিয়ে দুর্ঘটনা এড়িয়ে তোমার কাছে আসা/চাওয়া শুধু একটাই-একটু ভালোবাসা ...। বৃহস্পতিবার এমন তীব্র আকুলতায় ভেসেছেন অনেকেই। বসন্ত দিনের ভরদুপুরে উতলা বাতাসে পরস্পরের হাত ধরে হাঁটছিলেন দুজনে। ফেসবুকের পরিচয় সূত্রে প্রেম গাজীপুরের ছেলেটি এসেছে, ঢাকার মেয়ের কাছে। রমনার সবুজ ঘাসে পা ডুবিয়ে চলছিল তাদের ভাব-বিনিময়। কিছুক্ষণ পরপর হচ্ছিল চোখাচোখি। চোখের ভাষায় ছিল একে অপরের মনকে ছুঁয়ে যাওয়ার আহ্বান। মুখে ছিল না প্রণয়ের সংলাপ। সদ্য প্রেমে পড়া এই জুটি পুরো নামটি না বলে জানালেন ডাকনাম চঞ্চল ও পারমিতা বছরখানেক আগে ফেসবুকে পরিচয়। শুরুর দিকে সেই অন্তর্জালেই একটু একটু করে জেনেছি একে অপরকে। এরপর মুঠোফোনের কথোপকথনে ধীরে ধীরে বেড়েছে পরস্পরের প্রতি ভাললাগা। একপর্যায়ে ভাললাগা রূপান্তরিত হয়েছে ভালবাসায়। আজ প্রেম নিবেদনের বিশেষ দিনে মিলিত হলাম একান্তে। এই প্রেমিকযুগলের কথামতোই ভালবাসা ছাড়া পূর্ণতা পায় না মানবজীবন। অপরিপূর্ণ সেই জীবনটা হয়ে ওঠে বিবর্ণ। তাই তো ভালবাসার প্রাপ্তি বা পরিচর্যায় জীবন হয় সুন্দর ও সার্থক। সৃষ্টির অনাবিল আনন্দে সমান্তরাল পথে এগিয়ে চলে জীবন ও ভালবাসা। পারস্পরিক মমতার বন্ধনে চিত্রিত হয় একে-অপরের অতি আপনজন হয়ে ওঠা ক্যানভাসটি। সেই বন্ধন অটুট রাখার চেষ্টায় নীরার বাগান কবিতায় কবি বলে যায়- যতো না এঁটেল মাটি তার চেয়ে বেশি ছিল বালি/এই বালির ভিতরে ধীরে-ধীরে জীবনের ফুলকে ফোটান/কাজটা সহজ ছিল না মোটেও/তার জন্য শ্রম চাই, চাই নিষ্ঠা, চাই ভালবাসা/চাই প্রয়োজনমতো জল-হাওয়া। রাগ-অনুরাগে হৃদয়ের সেই নিভৃত অনুভবের সন্ধানে বিশ্বকবির উচ্চারণ ‘সখী, ভাবনা কাহারে বলে/সখী, যাতনা কাহারে বলে/তোমরা যে বল দিবস-রজনী ভালবাসা ভালবাসাÑসখী, ভালোবাসা কারে কয়...।’ সুরের আশ্রয়ে এভাবেই মনের গহীনে আলোড়ন তোলা বিচিত্র এ অনুভবকে উপলব্ধির চেষ্টা করেছেন অনেকেই। সেই সূত্রে গল্প-কবিতা-উপন্যাস কিংবা গানের বাণীতে অজস্রবার উচ্চারিত হয়েছে হৃদয়ঘটিত সে বোধের কথা। বৃহস্পতিবার শহরজুড়ে প্রকাশ্যে বা একান্তে দৃশ্যমান হয়েছে প্রেমের সেই বারতা। প্রেমিকযুগলরা নতুন করে বলেছে অনাদিকালের পুরনো সেই কথা ‘ভালোবাসি তোমায়’। অথবা কাব্যিক ঢংয়ে বলার ধরনটি ছিল এমন- ভেবেছিলেম আজকে সকাল হলে/সেই কথাটি তোমায় যাব বলে/ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে/পাখির গানে আকাশ গেল পুড়ে...। ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিন ছিল ‘সেই’ কথাটি বলার। ইতিহাসের ‘সেন্ট ভ্যালেন্টাইন্স ডে’। রাজধানী ঢাকার পথে পথে চোখে পড়েছে দিবসটি উদ্্যাপনের সুন্দরতম দৃশ্যকল্প।
×