ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্ট গণশুনানি করবে ২৪ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১০:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

ঐক্যফ্রন্ট গণশুনানি করবে ২৪ ফেব্রুয়ারি

জনকণ্ঠ রিপোর্ট ॥ জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে এর আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে থাকবে সিনিয়র আইনজীবীদের একটি প্যানেল। ২৪ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই গণশুনানি চলবে। এতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা বিভিন্নভাবে হামলা-নির্যাতনের শিকার হয়েছে এবং যারা প্রার্থী ছিলেন তাদের গণশুনানিতে অংশ নেয়ার সুযোগ দেয়া হবে। আর এ শুনানিতে ভোটকারচুপিসহ বিভিন্ন অনিয়মের যে চিত্র পাওয়া যাবে তা দেশ-বিদেশে তুলে ধরবে জাতীয় ঐক্যফ্রন্ট। জানা যায়, গণশুনানি করার জন্য এখনও ভেন্যু খুঁজে পায়নি জাতীয় ঐক্যফ্রন্ট। তাদের প্রথম পছন্দের ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। কিন্তু এটি ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বুকিং দিয়ে রেখেছে সরকারী দল। এখন জাতীয় প্রেসক্লাব, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন ও মহানগর নাট্যমঞ্চসহ বিকল্প কোন ভেন্যুতে করার চেষ্টা চলছে।
×