ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলার ১৩ বছর কারাদন্ড

প্রকাশিত: ০৯:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০১৯

 ব্রাজিলের সাবেক  প্রেসিডেন্ট লুলার  ১৩ বছর কারাদন্ড

দুর্নীতির দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা ডি সিলভাকে আরও ১২ বছর ১১ মাসের কারাদন্ড দিয়েছে দেশটির একটি আদালত। ব্যাপক দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িত একটি কোম্পানির কাছ থেকে খামারবাড়ির সংস্কার কাজের সুবিধা নেয়ার জন্য দোষী সাব্যস্ত হন লুলা। বিবিসি। এক সময়ের জনপ্রিয় প্রেসিডেন্ট লুলা ইতোমধ্যে অপর একটি দুর্নীতির মামলায় ১২ বছরের কারাদন্ড ভোগ করছেন। নতুন করে দেয়া দন্ডের বিরুদ্ধে আপীল করা হবে বলে জানিয়েছেন লুলার আইনজীবী। প্রভাবশালী এই বামপন্থী নেতা ও সাবেক ট্রেড ইউনিয়ন কর্মী ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। ৭৩ বছর বয়সী লুলা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থী হওয়া ঠেকাতেই এগুলো সাজানো হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি প্রায়ই যেতেন এমন একটি খামারবাড়ির ব্যাপক সংস্কার করে তা নতুন করে সাজিয়ে দিয়েছিল নির্মাতা প্রতিষ্ঠান ওএএস, জানিয়েছেন ফেডারেল বিচারক গ্যাব্রিয়েলা হারদিচি।
×