ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে উপজেলা নির্বাচন

আওয়ামী লীগের প্রার্থিতা ॥ চূড়ান্তের কাজ শুরু

প্রকাশিত: ০৯:০৩, ৩ ফেব্রুয়ারি ২০১৯

 আওয়ামী লীগের  প্রার্থিতা ॥ চূড়ান্তের কাজ শুরু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ উপজেলা পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ এখনও নির্ধারিত না হলেও দিনাজপুরের ১৩টি উপজেলায় প্রার্থিতা নিয়ে সরব ক্ষমতাসীন আওয়ামী লীগ। বেশিরভাগ উপজেলাতেই প্রার্থীর ছড়াছড়ি আওয়ামী লীগের মধ্যে। আর এই নির্বাচন নিয়ে এখন পর্যন্ত তেমন তৎপরতা নেই বিএনপি বা অন্যদলগুলোর মধ্যে। ইতোমধ্যেই বেশিরভাগ উপজেলাতেই আওয়ামী লীগের প্রার্থীদের দলীয় মনোনয়ন চেয়ে আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এবং প্রার্থিতা নির্ধারণে তৃণমূল পর্যায়ে ভোটও সম্পন্ন হয়েছে। ১৩ট উপজেলার মধ্যে ৫টি উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি উপজেলাগুলো থেকে একাধিক প্রার্থীর নাম পাঠানো হচ্ছে কেন্দ্রে। নির্বাচন কমিশন ইতোমধ্যেই আগামী মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আভাস দিয়েছে। তবে এখনও নির্বাচনী তফসিল ঘোষণা করে নাই। আগামী মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন আভাসে ইতোমধ্যেই দিনাজপুরের ১৩টি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থিতা চূড়ান্তের কাজ শুরু করেছে আওয়ামী লীগ। আর এই ক্ষেত্রে আওয়ামী লীগের মধ্যে প্রার্থিতার হিড়িক পড়েছে। ইতোমধ্যেই দিনাজপুরের ১৩টি উপজেলার অধিকাংশ উপজেলাতেই আওয়ামী লীগের প্রার্থিতার জন্য আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে এবং কোন কোন উপজেলায় প্রার্থিতা চূড়ান্ত করেছে উপজেলা আওয়ামী লীগ। আবার কোন কোন উপজেলায় প্রার্থিতা চূড়ান্ত করতে না পেরে একাধিক প্রার্থীর নাম পাঠানো হচ্ছে কেন্দ্রে। কেন্দ্রীয় আওয়ামী লীগ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রার্থিতা চূড়ান্ত করবেন। দিনাজপুরের ১৩টি উপজেলার মধ্যে ৫টি উপজেলায় তৃণমূল ভোটের মাধ্যমে চেয়ারম্যান পদে একজন করে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে স্থানীয় আওয়ামী লীগ। এর মধ্যে বীরগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, ফুলবাড়ী উপজেরায় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিল্টন, হাকিমপুর উপজেলা হাকিমপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, পার্বতীপুর উপজেলায় পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক এবং ঘোড়াঘাট উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাফে শাহেন শাহকে চেয়ারম্যান পদে চূড়ান্ত করা হয়েছে তৃণমূল পর্যায়ের ভোটের মাধ্যমে। বাকি ৮টির মধ্যে ৭টি উপজেলায় একাধিক প্রার্থীর আবেদনপত্র সংগ্রহ করেছে স্থানীয় আওয়ামী লীগ। এসব উপজেলায় তৃণমূল ভোটের মাধ্যমে একাধিক প্রার্থীর নাম নির্ধারণ করে কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগই চূড়ান্ত করবে এসব উপজেলার দলীয় চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে কাহারোল উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩ জন প্রার্থীর নাম নির্ধারণ করা হয়েছে। এরা হচ্ছে কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোপেশ চন্দ্র রায় ও সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল করিম। বিরল উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে ৪ জন আবেদন করেছেন। এরা হচ্ছে বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু, যুগ্ম সাধারণ সম্পাদক রমা কান্ত রায় ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মঙ্গলপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বোচাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ৯ জন। এরা হচ্ছে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী, সহ-সভাপতি জাফরউল্লাহ, সদস্য অধ্যক্ষ আফসার আলী, ফয়জুর ইসলাম চৌধুরী বাবলু ও অশেষ কুমার রায়, উপজেলা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী তুহিন, ইশানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুম সরকার ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ঈগলু। খানসামা উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ৯ জনের মধ্যে তৃণমূল নেতাদের ভোটের মাধ্যমে ৩ জনের নাম কেন্দ্রে পাঠানো হচ্ছে। এরা হচ্ছেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন (৮৬ ভোট), বর্তমান উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ (৪২ ভোট) এবং সাবেক সাধারণ সম্পাদক আবু হাতেম (২৫ ভোট)। চিরিরবন্দর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ৪ জন। এরা হচ্ছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবুর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, ১২নং আলোকডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক ও দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার। বিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে তৃণমূলের ভোটে ৩ জন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হবে। এরা হচ্ছেন বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রাজু, বর্তমান উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য দিলিপ কুমার কুন্ডু। আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান ও সহ-সভাপতি আমীর হোসেন। এদিকে দিনাজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নের জন্য শেষ খবর পাওয়া পর্যন্ত আবেদন করেছেন মোঃ ইমদাদ সরকার, ফয়সাল হাবিব সুমন, মোঃ আজগার আলী, জিয়াউর রহমান জিয়া, আলহাজ্ব মোঃ আজিজার রহমান। নীলফামারীতে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে নীলফামারী জাতীয় পার্টি। শনিবার বিকেলে জেলা পার্টি অফিসে বর্ধিত সভার মাধ্যমে জেলার ছয় উপজেলায় জাতীয় পার্টির দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরীর সভাপতিত্বে এই বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী নীলফামারী সদরে জেলা জাতীয় পার্টির সদস্য ও সাবেক সহকারী পুলিশ সুপার আবদুস সাত্তার আলী, কিশোরীগঞ্জ উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পার্টির সভাপতি রশিদুল ইসলাম, জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ্ আবদুল কাদের বুলু চৌধুরী, ডিমলা উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মোশারফ হোসেন মিন্টু, ডোমার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনজারুল হক ও সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জয়নাল আবেদীন। বর্ধিত সভায় উক্ত ছয় প্রার্থীকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ছয়জনকে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে অনুমোদনও দেয়া হয় বলে জানান পার্টির জেলার সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ।
×