ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় আন্তর্জাতিক কবি সম্মেলন

প্রকাশিত: ১১:১১, ১ ফেব্রুয়ারি ২০১৯

শিল্পকলায় আন্তর্জাতিক কবি সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ এক আয়োজনে মিলিত হলেন দেশ-বিদেশের কবিরা। এভাবে সুন্দরের আবাহনে অনুষ্ঠিত হলো ঢাকা আন্তর্জাতিক পোয়েট সামিট। বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হলো এই আন্তর্জাতিক কবি সম্মেলন। ভাষার প্রাঞ্জল উপস্থাপনা, সঠিক শব্দ চয়নকে অলঙ্করণ এবং কবিতার প্রকৃত ভাবমূর্তি হৃদয়ঙ্গম করে এর উন্মেষ ঘটিয়ে সাধারণের কাছে জনপ্রিয় করে তোলার প্রয়াসে পঞ্চমবারের এ আয়োজন করল ‘কথক’ বাংলাদেশ নামের সংগঠন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি কবিতা ও কাব্য রচনায় কবিদের মনন ও সামাজিক মূল্যবোধ বিকাশে বিশ্বব্যাপী নিরবচ্ছিন্ন পদচারণা ও কাব্যচর্চা করে যাওয়ার জন্য উপস্থিত কবিদের ধন্যবাদ জানান। বক্তব্য শেষে তিনি কবিদের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন। আন্তর্জাতিক এই কবি সম্মেলনে বিভিন্ন দেশের ৭ জন বিদেশী কবি প্রতিনিধিত্ব করেন। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের ৭ জন স্বনামধন্য কবি এবং সাহিত্যিক, শিল্পী ও শিল্পানুরাগী। উৎসবে অংশগ্রহণকারী বিদেশী কবিদের মধ্যে ছিলেন ইরাকের কবি ড. আলী আল-সালাহম উরুগুয়ের কবি এনাবেল ভিলার ও কবি জুলিও পাভানেতি, চীনের কবি ড. তিয়ানজিন কাই, কঙ্গোর জনপ্রিয় কবি কামা সাইওর কামানদ, যুক্তরাজ্যের কবি ক্লেয়ার বুকার ও মালয়েশিয়া’র কবি মালিম ঘোজালি। দেশের কবিদের মধ্যে অংশ নেন আসাদ চৌধুরী, হায়াৎ সাইফ, মুহাম্মদ নূরুল হুদা, হাবিবুল্লাহ্ সিরাজি, জাহিদুল হক ও আমিনুর রহমান। আয়োজনে দেশ-বিদেশের কবিদের স্বরচিত কবিতা পাঠের সঙ্গে ছিল কাব্যনির্ভর প্রাণবন্ত আলোচনা। এই কবিতা সম্মিলনে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্যে ‘বিশ্ব সেরা সমকালীন কবিদের কবিতা’ শীর্ষক বইটিতে ঠাঁই পেয়েছে উৎসবে অংশগ্রহণকারী ও সম্মাননাপ্রাপ্ত সাত বিশিষ্ট কবির কবিতা। বইটির অনুবাদ ও সম্পাদনা করেছেন কবি আমিনুর রহমান। ‘ঢাকা এনথোলজি অব ওয়ার্ল্ড পোয়েট্রি ২০১৯’ শীর্ষক আরেকটি গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে সম্মেলনে অংশগ্রহণকারী সকল বিদেশী ও বাংলাদেশী কবিসহ বিশ্বের ৫টি উপমহাদেশের ৩৪ দেশের ৬৬ জন প্রখ্যাত কবির কবিতা। এই গ্রন্থটি করেছেন কবি আমিনুর রহমান ও বিলকিস মনসুর।
×