ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ১১:০০, ১ ফেব্রুয়ারি ২০১৯

ঝলক

বায়ুদূষণে স্কুল বন্ধ বায়ুদূষণ থেকে শিশুদের রক্ষা করার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে অন্তত চার শ’ স্কুল সপ্তাহব্যাপী বন্ধ ঘোষণা করা হয়েছে। ডাস্ট পার্টিকেল নামে এক ধরনের পদার্থের কারণে ব্যাঙ্কক স্মরণকালের সবচেয়ে বায়ুদূষণের সম্মুখীন হয়েছে। ওয়াার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রজেক্টের মতে, ব্যাঙ্ককে বাতাসের গুণমান সূচক একিউআই বর্তমানে ১৭০, যা বাতাসকে অস্বাস্থ্যকর করে তুলেছে। ভারতের রাজধানী দিল্লীর তুলনায় ব্যাঙ্ককের একিউআই অনেকাংশে কম। দিল্লীর ক্ষেত্রে তা ৩৯০-এর কাছাকাছি। এটি বায়ুদূষণের বিপজ্জনক স্তরগুলোর একটি। ট্রাফিক, নির্মাণকাজ, ফসল পোড়ানো ও কারখানার দূষিত পদার্থকে ব্যাঙ্ককে বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। বায়ুদূষণ রোধে কর্তৃপক্ষের বেশ কয়েকটি প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এর প্রভাব স্বাভাবিক মাত্রায় নিয়ে আসার জন্য চেষ্টা করছে থাইল্যান্ড সরকার। ট্রাফিক কমানো, রাস্তায় হেঁটে চলাচলের জন্য উৎসাহিত করা হচ্ছে নাগরিকদের। আগামী সপ্তাহে থাইল্যান্ডে লুনার বর্ষ উদযাপনের জন্য আগুনের ব্যবহার কমাতে বলেছে সরকার। ব্যাঙ্কক পোস্ট অবলম্বনে। গরুর জন্য ভাতা ভারতের মধ্যপ্রদেশে এবার গরুর জন্য আশ্রম নির্মাণ করা হচ্ছে। শুধু তাই নয় রাস্তায় ঘুরে বেড়ানো গরুর জন্য ভাতার ব্যবস্থাও করা হয়েছে। মধ্যপ্রদেশজুড়ে প্রাথমিকভাবে এক হাজার ‘গরুর আশ্রম’ করা হবে বলে জানিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী কমলনাথ। ওই আশ্রমগুলোতে প্রায় এক লাখের মতো গরুর থাকার ব্যবস্থা করা হবে। আগামী ছয় মাসের মধ্যে এসব আশ্রমের কাজ শেষ হবে। মুখ্যমন্ত্রী কমলনাথের বিশেষ সহযোগী ভুপেন্দ্র গুপ্ত জানিয়েছেন, মধ্যপ্রদেশজুড়ে রাস্তায় রাস্তায় বেওয়ারিশ ঘুরে বেড়ানো গরুদের আশ্রয় দেয়ার লক্ষ্যেই রাজ্য সরকার এই প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের জন্য প্রাথমিক ব্যয় হবে আনুমানিক ৪৫০ কোটি রুপী। তবে পরে এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ আরও বাড়ানো হবে। মধ্যপ্রদেশে আনুমানিক সাড়ে ছয় লাখেরও বেশি বেওয়ারিশ গরু রয়েছে। যাদের সঠিক মালিকানা খুঁজে পাওয়া মুশকিল। এসব বেওয়ারিশ গরুর স্থান দেয়া হবে অভিনব এই সব গরুর আশ্রমে। ভুপেন্দ্র গুপ্ত জানিয়েছেন, ওই আশ্রমে গরুদের খাওয়ার জন্য একটি বাজেট বরাদ্দ করেও প্রস্তাব পেশ করা হয়েছে। সেখানে প্রতিটি গরুর জন্য প্রায় ২০ রুপী ভাতা বরাদ্দ করা হয়েছে। ওই ভাতার মধ্যেই প্রতিটি গরুকে খাওয়া দাওয়া ও চিকিৎসা পরিষেবা দেয়া হবে। ইন্ডিয়া টাইমস অবলম্বনে।
×