ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন নয় ॥ কাদের

প্রকাশিত: ১০:৫৬, ৩০ জানুয়ারি ২০১৯

উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন নয় ॥ কাদের

স্টাফ রিপোর্টার ॥ আগামী মার্চে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের সিদ্ধান্ত হলেও ভাইস চেয়ারম্যান পদে নির্দিলীয়ভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মঙ্গলবার জনককণ্ঠকে এ তথ্য জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হবে। কিন্তু ভাইস চেয়ারম্যান পদে একজন নারী ও একজন পুরুষ মিলিয়ে দু’জন অংশ নেবেন। এ পদে দলীয় মনোনয়ন দেয়া হবে না। দলীয় প্রতীকও ব্যবহার করা হবে না। নির্দলীয়ভাবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। এতে যে কেউ অংশ নিতে পারবেন। সোমবার উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নেয়ার অবস্থান থেকে দলটিকে সরে এসে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এটা তাদের শেষ কথা কিনা জানি না। তবে আমি তাদের আহ্বান জানাব নির্বাচনে আসার জন্য। কারণ গত উপজেলা নির্বাচনের প্রথম ধাপেও তাদের বেশিরভাগ প্রার্থী জয়ী হয়েছেন। এবারের নির্বাচনও সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ারও সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি। নানা নাটকীয়তা শেষে ঐক্যফ্রন্টের ব্যানারে তারা নির্বাচনে অংশ নেয়। যদিও আশানরূপ ফল পায়নি নির্বাচনকে সামনে রেখে গঠিত এই জোট। তবে আটটি আসনে জয় পেলেও তারা এখন পর্যন্ত শপথ নেননি। বিগত সিটি কর্পোরেশন নির্বাচনেও বিএনপি অংশ নিতে নারাজ ছিল। শেষ পর্যন্ত অংশ নেন দলটি। তাদের প্রার্থী সিলেট সিটি কর্পোরেশনে বিজয়ী হয়। আসন্ন উপজেলা নির্বাচনে শেষ পর্যন্ত দলটি অংশ নেবে কিনা তাই এখন দেখার বিষয়।
×