ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কাল বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রকাশিত: ০৬:৪০, ২৯ জানুয়ারি ২০১৯

কাল বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

অনলাইন রিপোর্টার ॥ আগামীকাল ৩০ জানুয়ারি বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। প্রথম দিনের কার্যসূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত সংসদ সচিবালয়। প্রস্তুত করা হচ্ছে সংসদ কক্ষ। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৩ জানুয়ারি নতুন সংসদের এমপিদের শপথ আর ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। ফলে এখন একাদশ সংসদের আনুষ্ঠানিক যাত্রায় অপেক্ষা শুধু আগের সংসদের মেয়াদ পূর্তির। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, রেওয়াজ অনুযায়ী দিনের শুরুতেই বিদায়ী স্পিকার স্বাগত ভাষন দেবেন। এরপর নব নির্বাচিত সংসদ সদস্যরা একাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করবেন। ওই দিনই সংসদ ভবনে রাষ্ট্রপতি তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানানোর পর সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন স্পিকার। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট নাগরিকদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হবে। রেওয়াজ অনুযায়ী কিছু সময়ের জন্য বিরতি থাকবে অধিবেশনে। দশম সংসদের সব শেষ অধিবেশন থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সময়ে জারি করা রাষ্ট্রপতির অধ্যাদেশসমূহ বিল আকারে সংসদে উত্থাপন করা হবে। এরপর গঠন করা হবে কার্য উপদেষ্টা কমিটি। এই কমিটি ৩১ জানুয়ারি চলতি অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করবেন। পরে একাদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে মধ্য দিয়ে শেষ হবে প্রথম কার্যদিবস।
×