ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ঘাতক ট্রাক কেড়ে নিল স্কুল ফেরত ভাইবোনের প্রাণ ॥ অন্যত্র হত ৯

প্রকাশিত: ১১:১০, ২৯ জানুয়ারি ২০১৯

ঘাতক ট্রাক কেড়ে নিল স্কুল ফেরত ভাইবোনের প্রাণ ॥ অন্যত্র হত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের রাজৈন্দ্রপুর এলাকায় বেপরোয়া গতির ট্রাকের চাপায় নিহত হয়েছে আফরিন (১৩) ও আফসার (১০) নামে দুই ভাইবোন। সোমবার দুপুরে স্কুল শেষে বাবার মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাবা মোঃ ডালিম গুরুতর আহত হয়েছেন। তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, নিহত আফরিন ও আফসার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার কসমোপলিটন স্কুল এ্যান্ড কলেজের ষষ্ঠ ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। রাজৈন্দ্রপুর এলাকায় তাদের বাড়ি। সোমবার বেলা ১২টায় স্কুল শেষে বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিল তারা। মোটরসাইকেলটি রাজৈন্দ্রপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক তাদের চাপা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান বাবা ডালিম। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গে আটকে যায়। ওই অবস্থায় তাদের টেনেহিঁচড়ে অনেকটা দূর পর্যন্ত চলে যায় ট্রাকটি। এতে দুই শিশুর দেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে। পরে ট্রাকটি মুন্সীগঞ্জের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশের টহল টিম ধাওয়া করলে মুন্সীগঞ্জে ট্রাক ফেলে পালিয়ে যায় চালক ও হেলপার। ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে নয়জন নিহত হয়েছে। এর মধ্যে রাজবাড়ীতে দুই, ঠাকুরগাঁও, নাটোর, মাদারীপুর, কচুয়া, শেরপুর, সিলেট ও নারায়ণগঞ্জে একজন করে নিহত হয়। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের রাজবাড়ী ॥ শহরের শ্রীপুর পলাশ ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতরা হচ্ছে শান্ত (২৫) এবং হৃদয় (২৫)। ঠাকুরগাঁও ॥ বালিয়াডাঙ্গি উপজেলায় বাবার পাওয়ার ট্রেলারের চাকায় চাপা পড়ে মেয়ে সানজিদা আক্তার (৩) নিহত হয়েছে। লালপুরে ॥ নাটোরের লালপুরের লক্ষ্মীপুরে বাস চাপায় আজিজুর রহমান ভেগল নামের এক গুড় ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার সকালে লালপুর-ঈশ্বরদী সড়কের লক্ষ্মীপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান উপজেলার তিলকপুর গ্রামের মৃত মোহাম্মদ মণ্ডলের ছেলে। কচুয়া ॥ চাঁদপুরের কচুয়ায় ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বিমল দেবনাথ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার সকালে কচুয়া-ঢাকা সড়কের দোঘর ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। শেরপুর ॥ ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় আলী মাহমুদ (৯০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আলী মাহমুদ উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া গ্রামের বাসিন্দা।
×