ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাংলাবান্ধা মোবাইল নেটওয়ার্ক নেই

প্রকাশিত: ০৯:৩২, ২৯ জানুয়ারি ২০১৯

বাংলাবান্ধা মোবাইল নেটওয়ার্ক নেই

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বাংলাবান্ধা স্থলবন্দর আন্তর্জাতিক বন্দর হওয়া সত্ত্বেও বাংলাদেশী মোবাইল নেটওয়ার্ক না থাকায় ভোগান্তি পোহাচ্ছে বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা, আমদানি-রফতানিকারক, ব্যবসায়ী ছাড়াও ভারত, নেপাল, ভুটানে যাতায়াতকারী যাত্রীসাধারণ। বাংলাদেশী কোন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক না থাকায় বাধ্য হয়ে ভারতীয় মোবাইল নেটওয়ার্কে কথা বলতে হচ্ছে। বাংলাবান্ধা স্থলবন্দরে চতুর্দেশীয় ব্যবসা-বাণিজ্য চালু এবং পরবর্তীতে ইমিগ্রেশন চালু হওয়ার পর থেকেই সকল মহল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে বাংলাদেশী মোবাইল নেটওয়ার্ক চালুর জোরালো দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে অতি সম্প্রতি গ্রামীণ ফোনের টাওয়ার নির্মাণ কাজ শুরু করা হয়। কিন্তু মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। বিজিবি হেডকোয়ার্টারের অনুমতি না পাওয়ায় গ্রামীণ ফোন কোম্পানি টাওয়ার নির্মাণ প্রকল্পের কাজটি বন্ধ করতে বাধ্য হন। এ ব্যাপারে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউস সুন্নার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা পজেটিভ রিপোর্ট বিজিবি হেড কোয়ার্টারে পাঠিয়েছি। সেখান থেকে অনুমতি পেলেই মোবাইল নেটওয়ার্ক চালু হবে।
×